দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৯ জুন: আষাঢ় এসেছে। তবে, বর্ষা আসেনি (দক্ষিণবঙ্গে)। অবশেষে, দেখা দিতে চলেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছেন বর্ষা রানী। তবে, বুধে (২১ জুন) পা রাখার সম্ভাবনাই বেশি! আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তেমনটাই খবর। অন্যদিকে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ (সোমবার, ৩ আষাঢ়) ভোর থেকেই মেঘলা আকাশের সঙ্গে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আগামীকাল পর্যন্ত প্রাক বর্ষার এই বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তারপরই, বুধবার কিংবা বৃহস্পতিবার পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

thebengalpost.net
ভোর থেকেই বৃষ্টিপাত:

আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, সোমবার থেকেই ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় সক্রিয় হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। বৃহস্পতিবারের মধ্যে যে কোনও দিন দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের অনুকূল পরিস্থিতি। আপাতত কয়েকটা দিন দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার ভোর থেকেই মেঘলা আকাশ। ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। তবে, বেলা বাড়ার সাথে সাথে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, নদীয়া, পূর্ব বর্ধমান প্রভৃতি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে, বর্ষা পুরোপুরি না আসা পর্যন্ত কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। প্যাচপ্যাচে গরমে কাহিল হবেন মানুষজন। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের কারণে প্যাচপ্যাচে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সৃষ্টি হয়েছে। তবে, বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। আপাতত একে প্রাক বর্ষার বৃষ্টিপাত বলতে চেয়েছেন আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। অন্যদিকে, রবিবার বিকেলের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন উত্তরের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। মালদা এবং দুই দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হবে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলায় আগামী ৩ দিন ভারী থেকে থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।