thebengalpost.net
আগুনের উষ্ণতার খোঁজে মেদিনীপুরবাসী:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জানুয়ারি: মকর সংক্রান্তির আগেই শৈত্যপ্রবাহ রাজ্য জুড়ে! রেকর্ড পারদ পতন জঙ্গল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরেও। শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ সূত্রে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় জেলায় তথা মেদিনীপুর শহর ও জঙ্গল অধ্যুষিত এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৪০ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ১৫.৭৮ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৩৯ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ১৬.২৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শুধু পশ্চিম মেদিনীপুর নয়, শনিবার (১৩ জানুয়ারি) ছিল সমগ্র দক্ষিণবঙ্গেরই শীতলতম দিন।

thebengalpost.net
আগুনের উষ্ণতার খোঁজে মেদিনীপুরবাসী:

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনে, বৃহস্পতিবারের পর থেকে প্রায় ৪ ডিগ্রি পারদ পতন হয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ সমগ্র জঙ্গলমহল তথা পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। শুক্রবার ও শনিবার জঙ্গলমহলের সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রির আশেপাশে। আপাতত পাঁচ দিন তাপমাত্রা প্রায় এরকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরও। ফলে পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তিতেও মিলবে হাড়কাঁপানো ঠান্ডার অনুভূতি! আবহবিদরা জানিয়েছেন, কনকনে উত্তুরে হাওয়ার কারণেই রাজ্যে ফিরে এসেছে শীত। বিনা বাধায় উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে বঙ্গে। সেই কারণেই আবার ঠান্ডা পড়ছে। এত দিন এই উত্তুরে হাওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমী ঝঞ্ঝা। যা কেটে গিয়েছে বলে জানিয়েছেন আবহবিদেরা। তবে, আগামী মঙ্গলবার (১৬ জানুয়ারি) দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।