দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: “দারুণ অগ্নিবাণে রে হৃদয় তৃষায় হানে রে/ রজনী নিদ্রাহীন, দীর্ঘ দগ্ধ দিন/ আরাম নাহি যে জানে রে….”। রবি ঠাকুরের এই গান-ই এখন বঙ্গবাসীর নিত্য সঙ্গী! চলছে তাপপ্রবাহ (heat wave)। জারি আছে কমলা সর্তকতা। আরও অন্তত ৪-৫ দিন এমনই চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। ফলে, ‘দিনে স্বস্তি নেই, রাতে ঘুম নেই’ পরিস্থিতি আপাতত বজায় থাকবে! কারণ, দক্ষিণবঙ্গের ১৫-টি জেলাতেই লু বা তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। জঙ্গলমহলের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ছাড়াও দক্ষিণবঙ্গের এই সব ক’টি জেলাতেই তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রীর ঘরে ঘোরাফেরা করবে আগামী কয়েকদিন। আজ (শনিবার), নববর্ষের দিন হালকা মেঘ সহ অস্বস্তিকর আবহাওয়া থাকলেও, বৃষ্টির কোনো আশা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় তাপমাত্রা ইতিমধ্যে ৪২ ডিগ্রীর আশেপাশে বা কোথাও আরো বেশি। সবমিলিয়ে বাংলা নববর্ষের মধ্যেও জ্বলে পুড়ে যাচ্ছে মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ, কাঁথি থেকে কলকাতা, ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া। এর মধ্যেই একটু মজার খোঁজে মেদিনীপুরের একদল তরুণ প্রজন্ম গত বছরের মতো এবারও মোবাইল বা কম্পিউটারে কারসাজি করে আরবের উটের দলকে এনে ফেলেছেন বিদ্যাসাগরের মেদিনীপুরে! ইতিমধ্যে তা ভাইরাল-ও হয়ে গেছে। ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া খুললেই এখন দেখা মিলছে সেই ভিডিও অ্যানিমেশনের। যেখানে উটের দলকে ‘ওয়েলকাম টু মিডনাপুর টাউন’ জানানো হয়েছে ছবির কারসাজিতে! আপাতত এই তীব্র গরমে এভাবেই মজা খুঁজে নিতে কার্পণ্য নেই নেট দুনিয়ার!
এদিকে, আগামী ২-৩ দিনের মধ্যে হালকা মেঘের কারণে, ছিটেফোঁটা বৃষ্টি দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হলেও, তাতে আরাম মিলবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে। কারণ, জমাটি মেঘের দেখা নেই দক্ষিণবঙ্গের আকাশে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ (১৫ এপ্রিল) দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি থেকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) লু বা তাপপ্রবাহ চলবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এও জানানো হয়েছে, উত্তরবঙ্গের ৮-টি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) অস্বস্তিকর গরম থাকবে। তবে, মালদা ছাড়া দক্ষিণবঙ্গের অন্য কোনো জেলায় উত্তরবঙ্গের মতো তাপপ্রবাহের পূর্বাভাস নেই। এর মধ্যেই, স্কুলগুলিতে (বিশেষত, প্রাথমিক বিদ্যালয়ে) গরমের ছুটি আরো এগিয়ে আনার কথা ভাবতে শুরু করেছে রাজ্য সরকার। সূত্রের খবর অনুযায়ী, ১৮ এপ্রিল থেকে ছুটি দেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে, এখনও পর্যন্ত নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়নি। পুরানো বিজ্ঞপ্তি অনুযায়ী ২ মে থেকেই রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে ছুটি পড়বে। অন্যদিকে, ১৮ এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে প্রাথমিক বিদ্যালয়গুলি মর্নিং সেশনে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বেশ কিছু জেলায় অবশ্য ইতিমধ্যেই তা শুরু হয়ে গেছে। মাধ্যমিক বা উচ্চ বিদ্যালয়গুলিও মর্নিং সেশনে করার দাবি উঠেছে। (প্রচ্ছদের ছবি ভাইরাল ভিডিও বা অ্যানিমেশন থেকে কেটে নেওয়া।)