দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, অমৃতা দত্ত, ২০ সেপ্টেম্বর: “এসেছে শরৎ হিমেল পরশ….” এসব এখন অতীত, আশ্বিনের শুরুতেও মুখভার আকাশের, কাশের বন ডুবে আছে একগলা জলে! বানভাসি বঙ্গে ফের নতুন সৃষ্টি হওয়া নিম্নচাপ দুঃশ্চিন্তা বাড়াচ্ছে। ইতিমধ্যে প্লাবিত দুই মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। রবিবার সন্ধ্যার পর থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, সোমবার ভোর থেকে তা আরও বেড়েছে দফায় দফায়। দুর্যোগের ঘনঘটায় মাথায় হাত ঘাটাল থেকে সবং, পটাশপুর থেকে পিংলার! অন্যদিকে, সোমবার রাতভর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে প্লাবিত তিলোত্তমা কলকাতার বিস্তীর্ণ এলাকা। এখনই সুখবর নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ সারাদিন হালকা থেকে মাঝারি হয়ে ভারি বৃষ্টিপাত চলবে। দুই মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টি হবে হালকা অথবা মাঝারি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে এর অবস্থান। ফলে বাড়ছে বৃষ্টির দাপট।
এদিকে, রাতভর বজ্র-বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। সারারাত, বিশেষ করে ভোরের দিকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে কলকাতা শহরের বেশ কিছু অংশে জল জমে গিয়েছে৷ বিশেষত সল্টলেক সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় হাঁটু জল। দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি আজ, সোমবার অনেকটা সময় জুড়েই চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সারাদিনই থাকবে মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। জোড়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার দাপটেই এই অবস্থা! আগামীকাল, মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে, পরের সপ্তাহে রবিবার ও মঙ্গলবার দুটি ‘সিস্টেম’ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে! এর কতটা প্রভাব পড়ে দক্ষিণবঙ্গে তার উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…