দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩ অক্টোবর: সপ্তমীর পর অষ্টমী-তেও বৃষ্টি-অসুরের দাপট উত্তর থেকে দক্ষিণবঙ্গে। বৃষ্টি চলবে নবমী-দশমী’তেও। আর, বৃষ্টি মাথায় নিয়ে জল-কাদা ডিঙিয়েই চলবে বাঙালির ঠাকুর দেখাও! আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস প্রায় একশো শতাংশ মিলিয়ে দিয়ে অষ্টমীর সকাল থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগণা ও দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হল। পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরে যেমন অঞ্জলি পর্বের পরই দুপুর ১ টা নাগাদ ঝেঁপে বৃষ্টি হল! যদিও, বৃষ্টি হয়নি খড়্গপুর, গড়বেতা, শালবনী সহ বিভিন্ন এলাকায়। তবে, দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

thebengalpost.net
আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি:

আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণেই, পুজোর মরশুমে উত্তর থেকে দক্ষিণবঙ্গে চলছে বৃষ্টি-অসুরের দাপট! দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নবমী থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দশমী অবধি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, নবমী থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে, নবমীতেও হালকা থেকে মাঝারি ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম- এর বিভিন্ন এলাকায়। দুই মেদিনীপুরেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দশমীতেও দক্ষিণবঙ্গেও কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে হাওয়া অফিস জানিয়েছে। দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায়, সাধারণ মানুষ তথা কৃষকদের সতর্ক করা হয়েছে।

thebengalpost.net
জল কাদাতেই ঠাকুর দেখা :

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):