দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ এপ্রিল:বিধায়কের খাস লোক। তাঁর আশীর্বাদের হাত নাকি সবসময় যুবকের মাথায়! আর, সেই পরিচয় ভাঙিয়েই (বা, প্রশ্রয়েই) এক কলেজ ছাত্রীর মোবাইল থেকে ব্যক্তিগত মুহূর্তের ছবি নিয়ে তা সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) করা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠলো ওই যুবকের বিরুদ্ধে! ওই যুবক পশ্চিম মেদিনীপুর জেলার এক তৃণমূল বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ বলে অভিযোগ ওই তরুণীর। অভিযুক্ত যুবকও শাসকদলের কর্মী এবং বেলদা থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ইতিমধ্যে, তরুণী ওই কলেজ ছাত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে অভিযোগপত্র পাঠিয়েছেন বলেও জানা গেছে। সম্মানহানির কারণে, ওই কলেজ ছাত্রী একটা সময় আত্মহত্যা করতে চেয়েছিলেন বলেও তাঁর ঘনিষ্ঠদের জানিয়েছেন। বন্ধুরাই তাকে সামলেছেন। এই মুহূর্তে অভিযুক্ত যুবকের কঠোর শাস্তি চাইছেন মেয়েটি।
জানা যায়, একুশের বিধানসভা নির্বাচনের আগে, ওই বিধায়ক (তখন অবশ্য বিধায়ক নির্বাচিত হননি, প্রথমবার বিধায়ক হওয়ার জন্য লড়াই করছিলেন) দলীয় কার্যালয়ে ‘কল সেন্টার’ খুলেছিলেন সাধারণ মানুষের অসুবিধা শোনা এবং সমাধানের জন্য। সেখানেই ওই তরুণী এবং তাঁর এক সম্পর্কিত বোন কাজ নিয়েছিলেন। আর, ওই কার্যালয়েই সর্বক্ষণ থাকত, বিধায়ক ঘনিষ্ঠ, অভিযুক্ত ওই যুবক। দু’একদিনের মধ্যেই যুবকের অসৎ উদ্দেশ্য বুঝতে পারেন তরুণী। তারপরই কাজ ছেড়ে দেন। তবে, ততদিনে ওই তরুণীর মোবাইল থেকে তাঁর কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি যুবক নিয়ে নেয় বলে তরুণী’র অভিযোগ। এরপর, চলে মেসেজে নানা প্রস্তাব দেওয়ার পালা! তারপর, তরুণী ওই যুবককে ব্লক করে দেন নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্ট থাকে। এরপরই, তরুণী’র ‘আপত্তিকর’ ছবি সমাজমাধ্যমে ভাইরাল করে দেয় ওই যুবক! একটি ভিডিও বার্তায় তরুণী তাঁর পরিচিতদের জানিয়েছেন, “গত ১৩ মার্চ আমার এক মাসতুতো বোনের কাছে জানতে পারি যে, আমার কোনো ব্যক্তিগত ছবি ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে দেখি, সত্যিই ছবিটা ভাইরাল হয়েছে। বুঝতে পারি, কে বা কারা করেছে! এরপরই, আমি ফোন করি। তখন আমাকে হুমকি দেওয়া হয়। বলা হয়, আমি বাড়াবাড়ি করছি কেন? আমার আরও বড় ক্ষতি করে দেবে।” তারপরই, বাড়ি থেকে মেদিনীপুর শহরের মেসে এসে ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেন। সেই জায়গা থেকে বন্ধুরা ফিরিয়ে আনেন। তাঁদের পরামর্শেই ওই তরুণী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে অভিযোগ জানান এবং নিজের ঘনিষ্ঠদের পুরো বিষয়টি খুলে বলেন।
এদিকে, গত ২-৩ দিন আগেই, বিধায়ক ঘনিষ্ঠ ওই যুবকের জন্মদিন পালন করতে দেখা গেছে পশ্চিম মেদিনীপুরের ওই বিধায়ক এবং তাঁর অনুগামীদের। অভিযুক্ত যুবকের ফেসবুক প্রোফাইলে দেখা গেছে, বিধায়ক নিজের হাতে ওই যুবককে কেক খাইয়ে দিচ্ছেন। যুবক এজন্য নিজেকে ‘আশীর্বাদধন্য’ হিসেবেও উল্লেখ করেছেন। আর, এসব কারণেই এখনও আতঙ্কে আছেন তরুণী। ভয়ে নিজের বাড়িও যেতে পারেননি! মেসেই থাকছেন। আশঙ্কা করছেন, আরও বড় বিপদের। ঘনিষ্ঠদের বারবার বলছেন, “ওরা একদম ভালো নয়। আগেও অনেকের সাথে এরকম করেছেন!” এই সমস্ত ঘটনা শোনার পর, শাসকদলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “এটা সাইবার ক্রাইমের মধ্যে পড়ে। যত বড়ই প্রভাবশালী হোক না কেন, আর যে দলেরই হোক না কেন, এই ধরনের অন্যায় যদি কেউ করে থাকে, বরদাস্ত করার প্রশ্নই ওঠেনা! অবিলম্বে ওই তরুণী পুলিশের কাছেও অভিযোগ জানান। পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে।” অন্যদিকে, শাসকদলের যুব সভাপতি সন্দীপ সিংহ সব শুনে জানিয়েছেন, “যে যুবকের কথা বলা হচ্ছে, সে আমাদের দলের সঙ্গে সরাসরি যুক্ত নয়। আর, যুক্ত হোক বা না হোক, অন্যায়-টা অন্যায়ই। অভিযোগ করলে, নিশ্চয়ই পুলিশ তদন্ত করবে।” অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে জেলা পুলিশের তরফেও।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…