দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২০ মে:প্রবল চাপে পার্থ-পরেশ! এই মুহূর্তে, নেট দুনিয়া থেকে রাজনৈতিক মহল- উত্তাল এই নিয়েই। একজন, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী (বর্তমানে, শিল্পমন্ত্রী) এবং অপরজন, বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী। গত ২০১৬ থেকে চলা শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ায়, যে ‘বেনজির’ দুর্নীতির অভিযোগ উঠেছে, তাতে একেবারে সরাসরি জড়িয়ে পড়েছেন তাঁরা দু’জন। একজনের তৈরি তৎকালীন বিশেষ নিয়োগ কমিটি-ই অবৈধ! অন্যজন, ‘শর্ত’ চাপিয়ে বা প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে সম্পূর্ণ বেআইনিভাবে একাদশ-দ্বাদশের চাকরি পাইয়ে দিয়েছেন একেবারে ঘরের কাছের স্কুলে। মেয়ে (অঙ্কিতা অধিকারী) নাকি ইন্টারভিউ-ই দেয়নি! অবশ্য, ইন্টারভিউতে ডাক পাওয়ার যোগ্যতাও ছিলনা। তবে, শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গেছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী’র। বেতন ফেরানোর নির্দেশ-ও দিয়েছেন বিচারপতি! আর, পরেশ অধিকারী-কেও পুনরায় আজ (শুক্রবার) সিবিআই – এর মুখোমুখি হতে হয়েছে। বেলা ১১ টা থেকে চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ঠিক একইভাবে, পার্থ চট্টোপাধ্যায়-এর আবেদন উড়িয়ে দিয়ে শুক্রবার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, তদন্তে সহযোগিতা করতে হবে। সিবিআই ডাকলেই তাঁকে উপস্থিত হবে। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকবে।

thebengalpost.net
পরেশ ঘরে ফেরা নাই (ভাইরাল ছবি) :

আর, এ নিয়েই এখন উত্তাল নেট দুনিয়া। সকন্যা পরেশ অধিকারী ‘উধাও’ হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় ঘুরছে “সুভাষ ঘরে ফেরে নাই” বইয়ের আদলে তৈরি ‘পরেশ ঘরে ফেরে নাই’ নামে বিভিন্ন ছবি! অনেকেই তাই বলছেন, মেয়েকে অন্যায়ভাবে চাকরিতে ঢোকানোর অপরাধে যে কোনোদিন গ্রেফতার হয়েও যেতে পারেন পরেশ অধিকারী। আর, তাতে না বইয়ের কথাই সত্যি হয়ে যায়! পরেশ অধিকারী’র‌ হয়তো সত্যি সত্যিই আর ঘরে (কোচবিহারে) ফেরা হবেনা। অন্যদিকে, শিক্ষা দফতরের সঙ্গে সরাসরি যুক্ত পরেশ অধিকারী আর পার্থ চট্টোপাধ্যায় (প্রাক্তন শিক্ষামন্ত্রী) এভাবে দুর্নীতির ঘটনায় জড়িয়ে পডায়, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কটাক্ষ করে বলেছেন, “এটাই হয়তো তৃণমূল সরকারের শিক্ষায় পিপি মডেল!” কেউ কেউ আবার, বাম জমানার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ দে’র অনাড়ম্বর জীবনযাত্রার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের বিলাসবহুল জীবনযাত্রা ও ঘরবাড়ির তুলনাও টানছেন! উ‌ল্লেখ্য যে, মাসখানেক আগেই শিক্ষায় পিপিপি মডেল (বেসরকারি সংস্থার প্রবেশ) নিয়ে উত্তাল হয়েছিল।

thebengalpost.net
পার্থ দে’র ভাইরাল হওয়া ছবি :