Vidyasagar University

Vidyasagar University: ঝুমুর শিল্পী ইন্দ্রানী, থিয়েটার সমালোচক শমীক আর মানব কল্যাণে নিয়োজিত স্বামী রামাত্মনন্দ মহারাজ; ষষ্ঠ ‘বিদ্যাসাগর পুরস্কার’-র জন্য তিন গুণীকে বেছে নিল VU

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: চলতি বছরে মর্যাদাপূর্ণ ‘বিদ্যাসাগর পুরস্কার’-র জন্য মনোনীত হলেন ঝাড়গ্রামের ‘কোকিলকণ্ঠী’ ঝুমুর শিল্পী তথা ‘জঙ্গলমহলের নাইটেঙ্গল’ হিসেবে পরিচিত ইন্দ্রানী মাহাত, খ্যাতিমান থিয়েটার ও সাহিত্য সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায় এবং দীর্ঘ কয়েক দশক ধরে সমাজসেবা ও মানব কল্যাণে নিবেদিত প্রাণ, বেলপাহাড়ি রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী রামাত্মনন্দ (মহারাজ)। আগামীকাল (বৃহস্পতিবার) অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫-তম জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) ঐতিহ্যমন্ডিত বিবেকানন্দ সভাগৃহে আয়োজিত হবে ষষ্ঠ ‘বিদ্যাসাগর পুরস্কার’ প্রদান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই তিন গুণী ব্যক্তিত্বের হাতে তুলে দেওয়া হবে মর্যাদাপূর্ণ ‘বিদ্যাসাগর পুরস্কার’।

শমীক বন্দ্যোপাধ্যায়:

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত উল্লেখ্য, জেলা, রাজ্য তথা দেশের গুণী ব্যক্তিত্বদের সম্মানিত করার উদ্দেশ্যেই ‘নবজাগরণের অগ্রদূত’ তথা শিক্ষা ও সমাজ সংস্কারক, ‘বীরসিংহের সিংহশিশু’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০-তম জন্মদিন (২০১৯ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর) থেকে ‘বিদ্যাসাগর পুরস্কার’ প্রদান করা হচ্ছে, তাঁরই নামাঙ্কিত মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) পক্ষ থেকে। তৎকালীন উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী এবং বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটির তৎকালীন আহ্বায়ক অধ্যাপক শিবাজী প্রতিম বসু (প্রাক্তন উপাচার্য) জানিয়েছিলেন, ‘‘মেদিনীপুরের বীর সন্তান তথা মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয়ের তরফে এবার থেকে প্রতি বছরই তাঁর জন্মদিনে (২৬ সেপ্টেম্বর) ‘বিদ্যাসাগর পুরস্কার’ প্রদান করা হবে। এ জন্য নির্দিষ্ট কমিটির কাছে আবেদন করতে হবে।” ইতিমধ্যে, গত ৫ বছর ধরে বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত হয়েছেন জেলা, রাজ্য তথা দেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা। তালিকায় আছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, চিত্তব্রত পালিত, প্রতুল মুখোপাধ্যায়, আবুল বাশার থেকে নলিনী বেরা, ইয়াসিন পাঠান, রোশেনারা খান- প্রমুখ গুণীজনেরা। সেই তালিকাতেই এবার সংযোজিত হতে চলেছেন লোধা-শবরদের জন্য নিবেদিত প্রাণ, ‘পুন্যাত্মা’ স্বামী রামাত্মনন্দ মহারাজ; প্রখ্যাত ‘ঝুমুর শিল্পী’ ইন্দ্রানী মাহাত এবং বর্ষীয়ান সম্পাদক-প্রকাশক, অভিধান রচয়িতা, চলচ্চিত্র-থিয়েটার সমালোচক ও ‘সুচিন্তক’ শমীক বন্দ্যোপাধ্যায়।

ইন্দ্রিনী মাহাত:

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

16 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

18 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago