দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: গত এক সপ্তাহ ধরে ‘উপাচার্য-হীন’ রাজ্যের অন্যতম এক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। গত ৫ জানুয়ারি (বৃহস্পতিবার) উপাচার্য (Vice Chancellor) হিসেবে মেয়াদ শেষ হয়েছে অধ্যাপক শিবাজী প্রতিম বসু’র। ৬ জানুয়ারি, শুক্রবার থেকেই উপাচার্য-হীন হয়ে পড়েছে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত ঐতিহ্যমন্ডিত এই বিশ্ববিদ্যালয়। আজ, ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১২টা অবধি নতুন ‘উপাচার্য’ (স্থায়ী বা অস্থায়ী) নিয়োগের বিষয়ে কোনোরকম বিজ্ঞপ্তি (Notification/Circular) জারি করা হয়নি বা পাঠানো হয়নি বলেই জানা গেছে বিশ্ববিদ্যালয় সূত্রে। গত ৪২ (প্রতিষ্ঠা সাল- ১৯৮১) বছরের ইতিহাসে কখনও এরকম পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত অধ্যাপক-অধ্যাপিকা, প্রাক্তনী থেকে জেলার বিশিষ্ট শিক্ষাবিদেরা জানাচ্ছেন! নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও অশিক্ষক কর্মী থেকে গবেষক ও পড়ুয়ারা জানাচ্ছেন, “এ যেন একপ্রকার অভিভাবক-হীন অবস্থায় আছি আমরা!”

এদিকে, উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত এরকম একটি ‘গুরুত্বপূর্ণ’ বিষয়ের প্রতি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর বা সংশ্লিষ্ট মহলের এই ধরনের ‘অবহেলা’ নিয়েও ক্ষুব্ধ একাংশ! বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্য না থাকলে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত একাধিক বিষয় ছাড়াও প্রশাসনিক কোন সিদ্ধান্তও গ্রহণ করা যায় না। তাই, কার্যত এক প্রকার ‘অচলাবস্থা’ তৈরি হয়েছে নতুন কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক অধ্যাপক ও আধিকারিক অবশ্য জানাচ্ছেন, “আইনি জটিলতা বা কলকাতা হাইকোর্টে চলা মামলার কারণেই ‘অস্থায়ী’ হিসেবেও নতুন কোনো নাম নির্বাচন বা নিয়োগ করা যাচ্ছেনা হয়তো। কিন্তু, এই ধরনের পরিস্থিতি একেবারেই অনভিপ্রেত!” অন্যদিকে, উপাচার্য নিয়োগ সংক্রান্ত ওই মামলার কারণে ‘স্থায়ী উপাচার্য’ হিসেবে যে এই মুহূর্তে কাউকে নিয়োগ করা একেবারেই সম্ভব নয়, তা মানছেন সংশ্লিষ্ট সকলেই। যদিও, রাজ্যের বেশ কয়েকটি (প্রায় ২৩টি) বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়ে আচার্য অর্থাৎ রাজ্যপালের সঙ্গে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের এই বিষয়ে আলোচনা চলছে (সার্চ কমিটি’র) বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। অপরদিকে, UGC’র সঙ্গেও উপাচার্য নিয়োগ-সংক্রান্ত কিছু বিষয়ে রাজ্যের যে মতভেদ তৈরি হয়েছে, সেই বিষয়টিও স্মরণ করিয়ে দিচ্ছেন অনেকে। উল্লেখ্য যে, গত ৫ জুলাই (২০২১) উপাচার্য হিসেবে অধ্যাপক রঞ্জন চক্রবর্তী’র মেয়াদ শেষ হওয়ার পর, ‘অস্থায়ী’ উপাচার্য হিসেবে ৬ মাসের জন্য নিয়োগ করা হয়েছিল রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক প্রফেসর শিবাজী প্রতিম বসু’কে। গত ৫ জানুয়ারি (২০২২) পুনরায় এক বছরের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। গত দেড় বছর সাফল্যের সঙ্গে নিজের দায়িত্ব পালন করার পর, গত ৫ জানুয়ারি (২০২৩) উপাচার্য হিসেবে মেয়াদ পূর্ণ হয়েছে অধ্যাপক বসু’র। আর, তারপর থেকেই ‘অভিভাবক-হীন’ সংসারের মতোই ‘উপাচার্য-হীন’ হয়ে পড়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। (আপডেট: শনিবার অর্থাৎ ১৪ জানুয়ারি পর্যন্ত এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। উপাচার্য-হীন অবস্থাতেই চলছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।)