দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ মার্চ: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের IQAC (Internal Quality Assurance Cell) এবং কলকাতার হামবোল্ট ক্লাবের (Humboldt Club, Kolkata) সহযোগিতায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে ‘Research opportunities in Germany: Funding and Prospects’ (‘জার্মানিতে গবেষণার সুযোগ: অর্থায়ন ও সম্ভাবনা’) শীর্ষক এক জাতীয় স্তরের আলোচনাসভা অনুষ্ঠিত হল। এই আলোচনাসভার মূল উদ্যোক্তা ও আহ্বায়ক ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) রয়ায়ন বিভাগের অধ্যাপক তথা আলেকজান্ডার ভন হামবোল্ট ফেলো (Alexander Von Humboldt Fellow) ড. ব্রজগোপাল বাগ। মূলত, পড়ুয়াদের জার্মানিতে গিয়ে মাস্টার্স বা স্নাতকোত্তর (M.A/M.SC), গবেষণা বা পিএইচ.ডি (PhD) কিংবা পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জনের সুযোগ ও সম্ভাবনা বিষয়ে আলোচনা করেন এই জাতীয় স্তরের আলোচনা সভা বা সিম্পোসিয়াম (Symposium) এর অতিথিরা। পড়ুয়ারা যাতে জার্মানিতে গিয়ে গবেষণার সুযোগ পান এবং এই বিষয়ে অনুপ্রাণিত হন সেই উদ্দেশ্যেই এই আলোচনা সভার আয়োজন বলে জানান আহ্বায়ক তথা রসায়ন বিভাগের অধ্যাপক ব্রজগোপাল বাগ।

thebengalpost.net
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় স্তরের আলোচনা সভা:

এদিনের এই জাতীয় স্তরের আলোচনা সভায় স্বাগত ভাষণ দেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক অমিতাভ দত্ত (প্রেসিডেন্ট, হামবোল্ট ক্লাব, কলকাতা); অধ্যাপক শিবাজী চক্রবর্তী (ভাইস প্রেসিডেন্ট, আইএনএই); অধ্যাপক শয়ম সেনগুপ্ত (IISER, Kolkata); বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তথা IQAC-এর সদস্য অধ্যাপক অজয় কুমার মিশ্র প্রমুখ। তাঁরা সকলেই জার্মানিতে গবেষণার সুযোগ ও সম্ভাবনা নিয়ে জ্ঞানগর্ভ ও তথ্যসমৃদ্ধ বক্তব্য রাখেন। প্রায় ১২০০-র বেশি গবেষক ও পড়ুয়াদের সক্রিয় উপস্থিতি অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে বলে জানান বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক (রেজিস্ট্রার) ড. জয়ন্ত কিশোর নন্দী। এই ধরনের আলোচনা সভা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও গবেষকদের সমৃদ্ধ করবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী।

thebengalpost.net
জার্মানিতে গবেষণার সুযোগ ও সম্ভাবনা বিষয়েক আলোচনাসভা: