দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: ফলিত গণিত (Applied MathemaMathematics) ও তার ব্যবহারিক প্রয়োগের উপর দু’দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন (International Conference) অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে (Vidyasagar University)। গত ২৭ ও ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের ঋষি রাজনারায়ণ বোস সভাগৃহে এই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। যেখানে অংশগ্রহণ করেন দেশ-বিদেশের বিজ্ঞানী তথা গণিতজ্ঞরা (Mathematician)। সাম্প্রতিক সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (Artifical Intelligence)-র উপর ফলিত গণিতের প্রয়োগ কিভাবে হয়, আলোচনাসভায় তুলে ধরেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স প্রভৃতি বিষয় নিয়েও আলোচনা হয়। এছাড়াও, লাইফ সায়েন্স (জীবন বিজ্ঞান) ও মেডিক্যাল সায়েন্সেও (চিকিৎসা বিজ্ঞানে) ফলিত গণিতের ব্যবহার নিয়ে আলোচনা হয় দু’দিন ধরে।
গত বৃহস্পতিবার (২৭ জুন) এই আন্তর্জাতিক সম্মেলনের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী। দু’দিন ব্যাপী আয়োজিত এই সম্মেলনে অনলাইন ও অফলাইন মোড (মিশ্রিতভাবে) প্রায় ১৮০ জন গণিতজ্ঞ অংশগ্রহণ করেন এবং ১৫০ জন গবেষক, অধ্যাপক-অধ্যাপিকারা তাঁদের গবেষণা পত্র পাঠ করেন বলে জানিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত (Applied Mathematics) বিভাগের প্রধান (HOD) অধ্যাপক মধুমঙ্গল পাল। আন্তর্জাতিক এই আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘পদ্মশ্রী’ ও ‘ভাটনগর পুরস্কার’ প্রাপ্ত স্বনামধন্য অধ্যাপক তথা আইএসআই (ISI), কলকাতার প্রাক্তন ডিরেক্টর অধ্যাপক শঙ্কর পাল। এছাড়াও, দু’দিনের এই সম্মেলনে অংশগ্রহণ করেন ব্রাজিলের রিও ডি জেনেরিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নেলসন ম্যাকুলান, মেক্সিকোর তিজুনিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক অস্কার কেস্তিলো, মালেয়াশিয়া থেকে অধ্যাপক লাজিম আব্দুল্লাহ, পোল্যান্ডের পোজনান ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধ্যাপক গেহার্ড ওয়েবার, বাংলাদেশ থেকে অধ্যাপক নুর আলী প্রমুখ। এছাড়াও, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, দিল্লী থেকে প্রখ্যাত গণিতজ্ঞরা প্রাসঙ্গিক বিষয়ে মূল্যবান বক্তব্য দিয়ে বিষয়বস্তুতে গভীর আলোকপাত করেছেন।
বিজ্ঞানী ও গণিতজ্ঞ অধ্যাপক পাল বলেন, “আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আট জন অধ্যাপকের সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করেছে। তিনি এও জানান, বিজ্ঞান বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক দেবীদাস ঘোষ সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আধিকারিক, পড়ুয়া ও গবেষকদের উপস্থিতিতে এই সম্মেলনকে সমৃদ্ধ করেছে। এই আন্তর্জাতিক সম্মেলনের প্রোগ্রাম চেয়ার অধ্যাপক শংকর কুমার রায়, ভাইস চেয়ারম্যান অধ্যাপক দিলীপ কুমার মাইতি, অধ্যাপক শ্যামল কুমার মন্ডল, ড. রঘুনন্দন গিরি, ড. গণেশ ঘোড়াই, ড. কৃষ্ণেন্দু বর্মন সহ বিভাগীয় কর্মী আশাবুল খান ও নন্দন মন্ডল এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের আধিকারিক ও শিক্ষাকর্মীদের নিরলস প্রচেষ্টায় এই সম্মেলন সার্বিকভাবে সফল হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…