মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর ও কলকাতা, ৯ মার্চ: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University) সহ ৩টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করা হল আগামী ৩ মাসের জন্য। বুধবার (৮ মার্চ) সন্ধ্যাতেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ছাড়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় (Rabindra Bharati University) এবং ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় (Diamond Harbour Women’s University) এ নতুন উপাচার্য নিয়োগ করা হয়েছে। তাঁরা আজ (৯ মার্চ)-ই দায়িত্ব গ্রহণ করেছেন বলেও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরীর জায়গায় দায়িত্ব নিলেন ওই বিশ্ববিদ্যালয়েরই দর্শনের অধ্যাপক নির্মাল্য নারায়ণ চক্রবর্তী। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব নিচ্ছেন কাজল দে। অপরদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (The University of Burdwan) পদার্থবিদ্যা’র অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী।

thebengalpost.net
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী-কে শুভেচ্ছা জানালেন নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী:

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি (২০২৩) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মেয়াদ পূর্ণ করেছেন অধ্যাপক শিবাজী প্রতিম বসু। ৬ জানুয়ারি থেকে অর্থাৎ প্রায় ২ মাসের বেশি সময় ধরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় উপাচার্য-হীন অবস্থায় ছিল। অবশেষে, অধ্যাপক বসু’র জায়গায় পাঠানো হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী-কে। বৃহস্পতিবার সকালেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যাপক’ (Professor) হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক চক্রবর্তী। অপরদিকে, শিবাজী প্রতিম বসু ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বে ফিরে গেছেন। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, তিনি (শিবাজী প্রতিম বসু) প্রায় সাড়ে সাত বছর (২০১৫’র শেষ দিকে) আগে ‘প্রফেসর’ বা ‘অধ্যাপক’ (Professor) পদমর্যাদা লাভ করেছেন। রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে দুই দফায় তিনি গত দেড় বছর (৬ জুলাই ২০২১ থেকে ৫ জানুয়ারি ২০২৩) ধরে সাফল্যের সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ‘উপাচার্য’ (Vice Chancellor) হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার, আগামী তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী-কে। পরবর্তী সময়ে নতুন সার্চ কমিটি গঠনের পর বিদ্যাসাগর সহ এই সমস্ত বিশ্ববিদ্যালয় গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে বলে জানা যায়। সেক্ষেত্রে, এই উপাচার্যদেরই (সার্চ কমিটির মানদণ্ড পূরণ করলে) স্থায়ী করা হয়, নাকি পুনরায় নতুন উপাচার্য নিয়োগ করা হয়, তা অবশ্য এখনই বলা সম্ভব নয়!