দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দুই দিন ব্যাপী একটি আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)- এর কম্পিউটার সায়েন্স বিভাগ এবং সিআইএস কলকাতা চ্যাপ্টার (Computer Society of India- Kolkata Chapter)- এর যৌথ উদ্যোগে শনিবার ও রবিবার এই আন্তর্জাতিক সম্মেলন বা আলোচনা সভা (International Conference) অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের উদ্বোধন করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জোৎস্না কুমার মন্ডল। উপস্থিত ছিলেন, আইআইটি খড়্গপুরের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপিকা দীপান্বিতা রায়চৌধুরী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী, সিএসআই কলকাতা চ্যাপ্টারের অধ্যাপক দেবাশীষ দে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান বিশ্বপতি জানা প্রমুখ।

thebengalpost.net
আন্তর্জাতিক সম্মেলন:

কম্পিউটার সায়েন্সের এই আন্তর্জাতিক কর্মশালায় মূলত নেটওয়ার্ক সিকিউরিটি এবং ব্লক চেন টেকনোলজি বিষয় দু’টি নিয়ে আলোচনা হয়। বলাই বাহুল্য দুটি বিষয়ই অত্যন্ত যুগোপযোগী এবং বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ। বিষয়গুলিকে কেবল পড়ুয়াদের মধ্যে সীমাবদ্ধ না রেখে, শহরবাসীর কাছে ছড়িয়ে দিতে কম্পিউটার সায়েন্সের ছাত্র-ছাত্রীরা রবিবার (২৬ মার্চ) সকালে একটি সাইকেল র‌্যালি করে শহর পরিক্রমা করেন। সেখানে সাইবার সেফটি বিষয়ে বার্তা দেওয়া হয়। এই আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দেন তাইওয়ানের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জু চুয়ান লু এবং ইতালির বিশিষ্ট অধ্যাপক জিয়োয়া আরনোনে। নেটওয়ার্ক সিকিউরিটি ও ব্লক চেন টেকনোলজি সংক্রান্ত রিসার্চ পেপার বা গবেষণা পত্র উপস্থাপন করা ছাড়াও সাইবার সিকিউরিটি বিষয়ে একটি পোস্টার প্রতিযোগিতা এবং কোড ফেস্টে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

thebengalpost.net
পোস্টার প্রতিযোগিতা: