দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ মার্চ: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)- এর ফিজিওলজি বা শারীরবিদ্যা (Physiology) বিভাগের উদ্যোগে তিন দিনের এক আন্তর্জাতিক আলোচনাচক্র বা কর্মশালা (International Conference) অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে। ৩ মার্চ, শুক্রবার এই আন্তর্জাতিক আলোচনাচক্রের উদ্বোধন হয়। আজ (৫ মার্চ) তার শেষ দিন। ‘ফিজিকন-২০২২’ (PHYSICON-2022) শিরোনামাঙ্কিত এই কর্মশালা বা আলোচনাচক্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, বসু বিজ্ঞান মন্দিরের অধিকর্তা (ডিরেক্টর) অধ্যাপক উদয় বন্দ্যোপাধ্যায়, তাইওয়ানের ন্যাশনাল চ্যাং কুং বিশ্ববিদ্যালয়ের (National Cheng Kung University, Taiwan) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক চিয়েন সিয়াং চ্যাং, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক (রেজিস্ট্রার) ড. জয়ন্ত কিশোর নন্দী এবং ফিজিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার সভাপতি অধ্যাপক অমর কুমার চন্দ্র, সাধারণ সম্পাদক ড. রাজেন হালদার প্রমুখ। ৩৩তম এই আলোচনাচক্রে বিশেষজ্ঞ তথা বিজ্ঞানীরা সকলেই শারীরবিদ্যার শিক্ষা ও গবেষণার গুরুত্ব, তার সাথে স্বাস্থ্য বিষয়ক গবেষণায় প্রযুক্তি ও সমষ্টির সমন্বয় এবং তার সাথে স্থিতিশীল উন্নয়নের বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। তিন দিনের এই কর্মশালা বা আলোচনাচক্রে দেশের বিভিন্ন প্রান্তের তিনশো’র বেশি শিক্ষক, গবেষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছেন বলে আয়োজকদের তরফে আহ্বায়ক (Convenor) তথা বিভাগীয় প্রধান তথা (HOD) অধ্যাপক চন্দ্রদীপা ঘোষ জানান।
অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের উদ্যোগেও আয়োজিত হয়েছিল ‘১২তম বিদ্যাসাগর সত্যেন্দ্রনাথ বসু জাতীয় কর্মশালা’। বৃহস্পতিবার (২ মার্চ) এই কর্মশালা বা আলোচনা চক্র শেষ হয়। তত্ত্ব ও প্রয়োগে পদার্থবিদ্যার অগ্রগতি বিষয়ক এই আলোচনাচক্রের উদ্বোধন করেছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রবীণতম অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী। উপস্থিত হয়েছিলেন, সত্যেন্দ্রনাথ বসু ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের অধিকর্তা অধ্যাপক তনুশ্রী সাহা দাশগুপ্ত , তাইওয়ানের ন্যাশনাল চ্যাং কুং বিশ্ববিদ্যালয়ের (National Cheng Kung University, Taiwan) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক চিয়েন সিয়াং চ্যাং, চীনের হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানী সব্যসাচী কর, আইআইটি খড়্গপুরের অধ্যাপক সমিত কুমার রায়, ‘ভাটনগর’ পুরস্কারপ্রাপ্ত তিন বিজ্ঞানী যথাক্রমে- অধ্যাপক বিশ্বরূপ মুখোপাধ্যায়, অধ্যাপক বিকাশ চক্রবর্তী এবং অধ্যাপক সৌমিত্র বন্দোপাধ্যায় প্রমুখ। উল্লেখ্য যে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য (কমার্স) বিভাগের উদ্যোগেও সম্প্রতি আয়োজিত হয় ২ দিনের আন্তর্জাতিক আলোচনাচক্র। ‘আত্মনির্ভর ভারত এবং করোনা পরবর্তী বাণিজ্য ও অর্থনীতির চ্যালেঞ্জ’ শীর্ষক এই আলোচনা সভায় আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) সহ দেশ-বিদেশের অধ্যাপক ও গবেষকরা যোগ দেন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…