Vidyasagar University

Vidyasagar University: ঝুমুর, কম্পিউটার অ্যাপ্লিকেশন সহ একাধিক স্বল্পমেয়াদী কোর্সের সঙ্গে এবার AI-ও পড়ানো হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: ইংলিশ ফর অল, ঝুমুর, সাঁওতালি, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রভৃতি বিষয়ে স্বল্পমেয়াদি কোর্স আগেই শুরু করেছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। এবার, সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত তথা যুগোপযোগী ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (Artificial Intelligence)- এর উপর ৬ মাসের একটি স্বল্পমেয়াদী কোর্স করারও সুযোগ এনে দিল পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (সিসিএই/CCAE)- এর উদ্যোগে ইংলিশ ফর অল, ঝুমুর, অ্যাজাইল সফ্‌টঅয়্যার ডেভেলপমেন্ট, এপিডেমোলজি অ্যান্ড পাবলিক হেলথ, সাঁওতালি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অল: চ্যাট জিপিটি, কম্পিউটার মেন্টেনেন্স অ্যান্ড নেটওয়ার্কিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং, কম্পোজিট বায়োফার্টিলাইজার ফর সাস্টেনেবল এগ্রিকালচার- প্রভৃতি ৯টি বিষয়ে ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স করানো হবে। সম্প্রতি (১১ জুলাই), বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Vidyasagar University-র বিজ্ঞপ্তি :

এই সমস্ত কোর্সের মেয়াদ ৬ দিন থেকে শুরু করে ৩ মাস/ ৬ মাস কিংবা ১ বছর। কোর্স ভেদে আসনসংখ্যা ২৫/ ৪০/ ৫০ কিংবা ১০০। বেশির ভাগ কোর্সের ক্লাস সপ্তাহে দু’দিন অথবা তিন দিন। উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন যে কোনও আগ্রহী ব্যক্তিরাই এই কোর্স করতে পারবেন। তবে, সরকারি সংস্থা/ ব্যাঙ্ক/ স্বেচ্ছাসেবী সংস্থা/ মিডিয়ায় কর্মরত/ শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্যই বিশেষ ভাবে এই কোর্স চালুর কথা ভাবা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, ঝুমুর, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই), জনস্বাস্থ্যের মতো যুগোপযোগী বিষয়ে কোর্স করার ইচ্ছে অনেকেরই থাকে। কিন্তু, চাকরি করতে করতে বা চাকরি ছেড়ে পড়াশোনা করার অবকাশ থাকেনা! ১০-১২ ঘণ্টা অফিসে থাকার পর চাকরির পাশাপাশি কোনও দীর্ঘমেয়াদি কোর্স করাও সম্ভব নয়। তাই, তাঁদের কথা ভেবেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।

কোর্স অনুযায়ী আবেদনের জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ/ স্নাতক/ স্নাতকোত্তর হতে হবে। বিভিন্ন কোর্সের জন্য জমা দিতে হবে ৫০০/ ১৫০০/ ২০০০/ ৩০০০/ ৫০০০/ ৬০০০/ ৮০০০ টাকা। কোর্সে ভর্তি নেওয়া হবে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড’ পদ্ধতিতে। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ecircular.vidyasagar.ac.in) থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে সমস্ত নথি-সহ জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় অথবা মেল আইডিতে। আবেদনমূল্য বাবদ ২০০ টাকাও জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩১ জুলাই (২০২৩)। এই বিষয়ে সমস্ত তথ্য আরও বিশদে জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ecircular.vidyasagar.ac.in) থেকে।

News Desk

Recent Posts

Midnapore: আজ থেকেই পশ্চিম মেদিনীপুরে শুরু আবাসের সমীক্ষা! জেলার আলু চাষীদেরও ‘সুখবর’ দিলেন জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ নভেম্বর: উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরে আজ,…

2 hours ago

Midnapore: যোগ্যতমের উদবর্তন! মেদিনীপুরে উড়ল ‘সু-জয়’ নিশান; ছুটে এলেন জুন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: অবশেষে মেদিনীপুরে উড়ল 'সু-জয়' নিশান! প্রায় ৩৪…

2 days ago

Midnapore: রাজ্যে ৬ এ ৬ শাসক! মেদিনীপুরে ৩১ হাজারের বেশি ভোটে এগিয়ে সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৩ নভেম্বর: নৈহাটি, সিতাই, হাড়োয়া, মাদারিহাট, তালডাংরা এবং মেদিনীপুর- বিধানসভা উপনির্বাচনে…

2 days ago

Midnapore: জয়ের পথে সুজয়! মেদিনীপুরে প্রায় ৬ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে…

2 days ago

IIT Kharagpur: বর্তমান পড়ুয়াদের স্টার্টআপ কোম্পানির জন্য বিপুল বিনিয়োগ প্রাক্তনীদের! z21 Ventures-র সঙ্গে MoU স্বাক্ষর IIT খড়্গপুরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…

3 days ago

Midnapore: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে, ফেরার পথে জাতীয় সড়কে মর্মা*ন্তিক দুর্ঘ*টনা! বাড়ি ফেরা হল না মেদিনীপুর শহরের দুই যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…

3 days ago