দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ আগস্ট: পঞ্চায়েত নির্বাচনের ঠিক পরেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে বড়সড় রদবদল! বিভিন্ন থানার OC (Officer in Charge); SI (Sub-Inspector) এবং ASI (Assistant Sub-Inspector) সহ ২২ জন অফিসারকে একসঙ্গে বদলি করা হয়েছে জেলা পুলিশের তরফে। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার স্বাক্ষরিত এই বদলির বিজ্ঞপ্তি মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যা নাগাদ জারি করা হয়েছে বলেই জানা যায়। উল্লেখ্য যে, সাম্প্রতিক অতীতে একসঙ্গে এতগুলি থানার ওসি বদলি হয়েছেন কিনা তা মনে করতে পারছেন না জেলার সংশ্লিষ্ট ওয়াকিবহাল মহল! বিভিন্ন থানার ওসি-রা ছাড়াও বদলির তালিকায় আছেন জেলা সদরের কোতোয়ালি থানার টাউন বাবুও। জেলা পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কোতোয়ালি থানার টাউন বাবু (SI) তরুণ কুমার দে-কে বদলি করা হয়েছে কেশিয়াড়ি থানাতে। কোতোয়ালি থানার নতুন টাউন বাবু (বা, টাউন এসআই) হচ্ছেন প্রশান্ত কীর্তনীয়া। তিনি বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানায় ওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও, বদলি হচ্ছেন রামজীবনপুর ফাঁড়ির ইনচার্জ শঙ্খ চ্যাটার্জী। তাঁকে ঘাটাল থানার ওসি করা হচ্ছে। রাজকুমার দাসকে চন্দ্রকোনা টাউন থানা থেকে বদলি করে রামজীবনপুর ফাঁড়ির ইনচার্জ করা হচ্ছে। সবং থানার ওসি সুব্রত বিশ্বাস-কে বদলি করা হচ্ছে চন্দ্রকোনা থানার এসআই হিসেবে। সবং থানার নতুন ওসি হচ্ছেন চঞ্চল সিংহ। তিনি খড়্গপুর টাউন থানার অধীন খরিদা আউট পোস্টের (ফাঁড়ির) ইনচার্জ ছিলেন। আনন্দপুর থানার ওসি সুজিত ঘোষ বদলি হয়ে বেলদা থানা ওসি হচ্ছেন। অপরদিকে, বেলদা থানার ওসি মহঃ আসিফ সানি আনন্দপুর থানার নতুন ওসি হচ্ছেন। গড়বেতা থানার ওসি অঞ্জনি তেওয়ারি নারায়ণগড় থানার ওসি হচ্ছেন। কেশিয়াড়ি থানার এসআই প্রণব সেনাপতি গড়বেতা থানার নতুন ওসি হচ্ছেন। অন্যদিকে, চন্দ্রকোনা রোড আউট পোস্টের ইনচার্জ থেকে ডেবরা থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন প্রণয় রায়। চন্দ্রকোনা রোড আউট পোস্টের ইনচার্জ হচ্ছেন খড়্গপুর টাউন থানার এসআই চিন্ময় প্রামাণিক। খড়্গপুর টাউন থানার এসআই প্রশান্ত সৎপতি খরিদা আউট পোস্টের নতুন ইনচার্জ হচ্ছেন। কেশিয়াড়ি থানার এসআই দীনবন্ধু বেরা নিমপুরা ফাঁড়ির ইনচার্জ হচ্ছেন। নিমপুরা ফাঁড়ির ইনচার্জ তপন সিংহ মহাপাত্র-কে বদলি করা হয়েছে দাঁতন থানায়। শালবনী থানার সেকেন্ড অফিসার বা মেজবাবু তরুণ হাজরা-কে বদলি করা হয়েছে দাসপুর থানায়। পিংলা থানার এসআই প্রশান্ত চক্রবর্তীকে গড়বেতা থানার এসআই হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও, বিভিন্ন থানার পাঁচজন এএসআই (ASI)-কে রদবদল করা হয়েছে।
উল্লেখ্য যে, বদলি হওয়া অফিসারদের দ্রুত দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে জেলা পুলিশ সুপারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে। এদিকে, পঞ্চায়েত নির্বাচনের ঠিক পরেই, আর লোকসভা নির্বাচনের আগে একসঙ্গে এতজন অফিসারের বদলি ঘিরে জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কি এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি বা অন্যান্য কোন অভিযোগ ছিল? প্রশ্ন তোলা হয়েছে বিভিন্ন মহল থেকে। এ নিয়ে জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাসের কটাক্ষ, ” পঞ্চায়েত নির্বাচনের পর কাউকে আনুগত্যের পুরস্কার দেওয়া হয়েছে। আবার কাউকে তাঁবেদারি না করার জন্য শাস্তি দেওয়া হয়েছে। কাউকে আবার বিভিন্ন থানায় লোকসভা নির্বাচনের আগে ‘বড় দায়িত্ব’ দিয়ে হয়তো পাঠানো হচ্ছে!” পাল্টা বিজেপিকে কটাক্ষ করে শাসকদল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, “উস্কানিমূলক কথাবার্তা বলা ছাড়া বিজেপি-র আর কি কোন কাজ আছে? এগুলি পুলিশ প্রশাসনের সম্পূর্ণ অভ্যন্তরীণ বা বিভাগীয় বিষয়। আর, এ কথা অনস্বীকার্য যে, পশ্চিম মেদিনীপুর জেলায় অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন হয়েছে। আগামীদিনেও তাই হবে, আর মানুষের ভোটে বিজেপি ধূলিসাৎ হয়ে যাবে।” এদিকে, জেলা পুলিশের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই বদলি নেহাতই রুটিন বদলি!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…