দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ আগস্ট: বিডিও-র জারি করা নির্দেশিকা মেনেই শুক্রবার (১৮ আগস্ট) পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েত বা অঞ্চলেই দায়িত্ব নিলেন সংশ্লিষ্ট প্রধান ও উপপ্রধানরা। ব্লকের একমাত্র ৫নং লালগেড়িয়া অঞ্চলটিই দখল করেছে বিজেপি। শুক্রবার তাদের প্রধান, উপপ্রধানও দায়িত্ব নিলেন। তবে, তার আগেই জমজমাট নাটক! এই ‘নাটক’ অবশ্য শুক্রবারই শুরু হয়নি; শুরু হয়েছে তার দু’দিন আগে বুধবার থেকে। ওই দিন বিজেপির তরফে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ ছিল, পঞ্চায়েত এক্সিকিউটিভ দায়িত্ব নেওয়ার জন্য প্রধান, উপপ্রধানকে ডেকেও ওই দিন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি বা ক্ষমতা হস্তান্তর করা হয়নি। যদিও, পরে জানা যায়, সবকটি গ্রাম পঞ্চায়েতের জন্যই শুক্রবার অর্থাৎ ১৮ আগস্ট চার্জ নেওয়ার বা দায়িত্ব বুঝে নেওয়ার দিন ঘোষণা করা হয়েছে বিডিও-র তরফে। এ নিয়ে, বুধবার দুপুরেও এক প্রস্থ নাটক হয় লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। বিকেল নাগাদ তালা লাগিয়ে দেওয়া হয় বিজেপির তরফে। এদিকে শুক্রবার রীতিমতো শোভাযাত্রা সহকারে বিজেপির প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যরা এবং দলীয় কর্মী সমর্থকেরা লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছন। ঢাক, ঢোল সহ বাদ্যযন্ত্রেরও আয়োজন করা হয়েছিল। প্রধান টুটুন সাহা সহ মহিলাদের কাঁখে ছিল কলসি! গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছানোর আগেই গ্রামের প্রতিষ্ঠিত পুকুর থেকে কলসিতে জল ভরেন মহিলারা। অনেকের হাতে ছিল গঙ্গা জলের ঘটি। সেই গঙ্গা জল আর প্রতিষ্ঠিত পুকুরের জল দিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয় শুদ্ধিকরণ করা হয় বিজেপির তরফে!

thebengalpost.net
প্রবেশদ্বারে শুদ্ধিকরণ:

উল্লেখ্য যে, বিগত পঞ্চায়েত নির্বাচনেও (২০১৮) শালবনী ব্লকের লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েত দখল করেছিল বিজেপি। তবে, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসার পর, প্রধান সহ বেশ কয়েকজন গ্রাম পঞ্চায়েত সদস্য যোগ দেয় তৃণমূলে। ফলে, তৃণমূলের দখলে চলে যায় গ্রাম পঞ্চায়েত। এবারও (২০২৩), ৯-৬ ব্যবধানে জয়ী হয়ে এই গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। বিজেপির তরফে প্রধান ও উপপ্রধান মনোনীত হয়েছেন যথাক্রমে টুটুন সাহা ও সুশান্ত মাহাত। শুক্রবার তাঁরা দায়িত্ব বুঝে নেন। তার আগে গ্রাম পঞ্চায়েত কার্যালয় শুদ্ধিকরণ করে প্রবেশ করেন তাঁরা।

এদিন, বেলা ১২টা নাগাদ গঙ্গা জল এবং গ্রামের প্রতিষ্ঠা করা পুকুর থেকে কলসিতে করে জল নিয়ে বিজেপির প্রধান টুটুন সাহা সহ অন্যান্য মহিলা পঞ্চায়েত সদস্যরা লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছন। ঢাক ঢোল, বাদ্যযন্ত্র সহযোগে সুসজ্জিত এই শোভাযাত্রায় তাঁদের সঙ্গে ছিলেন উপপ্রধান সুশান্ত মাহাতো, মন্ডল সভাপতি সৌগত মাহাতো, সহ বিজেপির কর্মী-সমর্থকেরা। এরপর, গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের প্রবেশদ্বার গঙ্গা জল ও পুকুরের জল দিয়ে ধুয়ে ভেতরে প্রবেশ করেন প্রধান, উপপ্রধান সহ বিজয়ী পঞ্চায়েত সদস্যরা। গ্রাম পঞ্চায়েত কার্যালয় শুদ্ধিকরণের পর দায়িত্ব বুঝে নেন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। ঘটনা ঘিরে অবশ্য শাসক ও বিরোধীদের তরফে পরস্পর কটাক্ষ-পাল্টা কটাক্ষ ধেয়ে এসেছে।

thebengalpost.net
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ: