দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ আগস্ট: পাশেই পেট্রোল পাম্প। দাউ দাউ করে জ্বলছে বিস্কুট কারখানা। সোমবার সকাল ৯টা নাগাদ পশ্চিম মেদিনীপুরে খড়্গপুরের মালঞ্চ-তে একটি বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায়, খড়গপুর শহরের মালঞ্চ এলাকায় থাকা ভগবতী বিস্কুট কারখানা থেকে হঠাৎই কালো ধোঁয়া দেখতে পান কর্মী ও স্থানীয়রা। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে বাড়ি থেকে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭-টি ইঞ্জিন। প্রায় ঘন্টা তিনেকের প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও, একংশ এখনও জ্বলছে! এমনটাই জানা গেছে দমকল ও স্থানীয় সূত্রে।
জানা যায়, এদিন সকাল নাগাদ হঠাৎই কালো ধোঁয়ায় ঢেকে যায় মালঞ্চ ও সংলগ্ন এলাকা। বিধ্বংসী আগুন ও গল গল করে ধোঁয়া বেরোতে দেখায় আতঙ্কিত হয়ে পড়েন সকলে। কারখানায় কর্মরত শ্রমিকরা প্রাণ বাঁচাতে বেরিয়ে আসেন কারখানা থেকে। তবে, ঠিক কি কারণে আগুন, এখনো স্পষ্ট করা হয়নি দমকলের তরফে। খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে আসে দমকলের ৬-টি ইঞ্জিন। বেলা ১২টা নাগাদ কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশন থেকে এসে পৌঁছায় আরো একটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে, প্রায় তিন ঘন্টার বেশি সময় ধরে। প্রসঙ্গত, এই বিস্কুট কারখানায় পাশে রয়েছে একটি পেট্রোল পাম্প। পাশেই রয়েছে গোডাউনও। এছাড়াও এই বিস্কুট কারখানার আশেপাশে রয়েছে জনবসতি, ব্যাংক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়গপুর পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা। পাশের পেট্রোল পাম্পে যাতে কোনভাবে আগুন ছড়িয়ে না পড়ে, সেজন্য পাম্পে চলছে কুলিং প্রসেস। সূত্রের খবর, সোমবার সকালে যখন বিস্কুট তৈরির কাজ চলছিল, ঠিক সেই সময় আগুনের ফুলকি ঠিকরে এসে প্রথমে আগুন লাগে তিন তলার একটি ঘরে। সেই ঘরে মজুদ ছিল একাধিক বিস্কুটের রেপার, প্লাস্টিক, পুরানো বস্তা সহ একাধিক দাহ্য বস্তু। সেখান থেকেই আগুন গোটা ফ্যাক্টরিতে ছড়িয়ে যায় বলে প্রাথমিক অনুমান। তবে, কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল আধিকারিকেরা। আগুনের লেলিহান শিখায় ভষ্মীভূত প্রায় গোটা কারখানা! ক্ষয়ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্ট কেউই।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: "শুনে আনন্দিত হলাম বনশুয়োরের বাচ্চাটি শালবনী থেকে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেন নি। বিকেলে পুকুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: গত ৫ ডিসেম্বর 'রেল শহর' খড়্গপুরের বোম্বে…
মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: প্রত্যন্ত জঙ্গলমহলেও নজরকাড়া জীববৈচিত্র্য উদ্যান বা বায়োডাইভার্সিটি পার্ক (Biodiversity…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২০ ডিসেম্বর: কিউএস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং-২০২৫ (স্থায়িত্ব)- এ সারা দেশে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: আদিবাসীদের শ্মশান দখল করে বাড়ি তৈরী করার…