দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ নভেম্বর: মাত্র ৩ মাস আগে লিভারের অসুখে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বাবার। আজ, শিশু দিবসের দিন (১৪ নভেম্বর) বছর দুয়েকের ছোট্ট মেঘাও পাড়ি দিল না ফেরার দেশে! মঙ্গলবার দুপুরে বাড়ির ঠিক পাশের পুকুরে তলিয়ে গিয়ে মৃত্যু হল মাত্র ২ বছর ২ মাস বয়সী মেঘা মাহাত’র। ঘটনা ঘিরে শোকে মুহ্যমান পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের জলহরি গ্রামের বাসিন্দারা। সব হারিয়ে শুধুই হাহাকার করে চলেছেন ছোট্ট মেঘা’র মা মৌসুমী মাহাত।

thebengalpost.net
ঘটনা ঘিরে শোকের ছায়া এলাকায় :

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর একটা-দেড়টা নাগাদ বাড়ির উঠোনেই খেলা করছিল ছোট্ট মেঘা। হঠাৎই সকলের অগোচরে বাড়ির ঠিক পাশের পুকুরে নেমে যায় সে। আর সেখানেই তলিয়ে যায় বলে পুলিশের প্রাথমিক অনুমান। এদিকে, কিছুক্ষণ পর বাড়ির উঠোনে মেয়েকে দেখতে না পেয়ে, খোঁজাখুঁজি শুরু করেন মা। ডেকে আনেন প্রতিবেশীদেরও। সকলে মিলে খোঁজাখুঁজির সময়ই পুকুরে ছোট্ট মেঘা’র দেহ ভেসে উঠতে দেখেন! দ্রুত উদ্ধার করে স্থানীয় এক গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত বলে ঘোষণা করেন। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশ কর্মীরা। মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন। এই ঘটনায় বিকেল পর্যন্ত পরিবারের তরফে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, জলে ডুবেই মৃত্যু হয়েছে ছোট্ট মেঘার। এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘার বাবা, পেশায় দিনমজুর সুশান্ত মাহাত মাস তিনেক আগেই লিভারের অসুখে আক্রান্ত হয়ে মারা গেছেন। মা মৌসুমী মাহাত-র বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল ছোট্ট মেঘা। মাত্র তিন মাসের ব্যবধানে তাকেও হারিয়ে শোকে পাথর হয়েছেন তিনি! স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, শোকাহত ওই পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিক প্রশাসন।