দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৩ আগস্ট: বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ইতিহাস সৃষ্টি করল ভারত! বুধ-সন্ধ্যায় বীর-বিক্রমে চাঁদের বুকে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এর সফল অবতরণ! ঘড়ির কাঁটায় সন্ধ্যা ঠিক ৬-টা ৪ মিনিট বাজার সাথে সাথেই ১৪০ কোটি ভারতবাসী যেন এক সুরে গেয়ে উঠল, “ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে…!” ইসরো-র চেয়ারম্যান এস. সোমনাথ সহ টিম চন্দ্রযান তথা ইসরোর বিজ্ঞানীদের সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাইলেন ‘নতুন ভারত-এর জয়গান। বললেন, “জীবন ধন্য হয়ে গেল!”

thebengalpost.net
সেই মাহেন্দ্রক্ষণের প্রাক-মুহূর্তে :

এদিকে, একসঙ্গে এদিন একাধিক রেকর্ড গড়ল ইসরো (ISRO)। চন্দ্রযান- ৩ (Chandrayaan-3) এর হাত ধরে মহাকাশ বিজ্ঞানে বড়সড় লাফ দিল ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে সফলভাবে সফট ল্যান্ডিং (Soft Landing) করল ভারত। নির্দিষ্ট সময়ে চাঁদের মাটি ছুঁল বিক্রম। একদিকে সফল সফট ল্যান্ডিং করে বিশ্বের এলিট স্পেস ক্লাবে (Elite Space Club) যেমন ঢুকে পড়ল ভারত; তার পাশাপাশি তৈরি করল আরও একটি রেকর্ড (Record)। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর (Moon South Pole) কাছে সফল ভাবে সফট ল্যান্ডিং করল ভারতের পাঠানো মহাকাশযান। চাঁদের মাটিতে জলের খোঁজের জন্য এখন এই এলাকাতেই নজর সারা বিশ্বের।

thebengalpost.net
টিম চন্দ্রযান:

উল্লেখ্য যে, ১৪ জুলাই ঠিক দুপুর ২টো ৩৫ মিনিটে ইতিহাস গড়ার পথে প্রথম পা বাড়িয়েছিল চন্দ্রযান-৩। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চাঁদের উদ্দেশে উড়ে গিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র মহাকাশযান বিক্রম। দিনরাত এক করে, নাওয়া-খাওয়া-ঘুম ত্যাগ করে একে একে ৪০ দিন কাটিয়েছেন ইসরো-র বিজ্ঞানীরা। নজর রাখেছিলেন চন্দ্রযান-৩-এর গতিবিধির উপর। অপেক্ষায় ছিলেন আপামর দেশবাসী। ইতিহাস তৈরির মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকবেন বলে। অবশেষে অবসান হল সেই অপেক্ষার। ভাসতে ভাসতে ‘চাঁদের বাড়ি’ পৌঁছল ল্যান্ডার বিক্রম। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি ছুঁয়ে জানান দিল ভারতীয় বিজ্ঞানের অগ্রগতির বিশাল অস্তিত্ব।

thebengalpost.net
চন্দ্র-জয়ের মুহূর্তে :

thebengalpost.net
ইসরো-র গর্বিত বিজ্ঞানীরা :