দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর: ২০১১-র ওয়াংখেড়ে স্টেডিয়ামের (Wankhede Stadium, Mumbai) পর ২০২৩- এর নরেন্দ্র মোদী স্টেডিয়াম (Narendra Modi Stadium, Ahmedabad)। বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামে ফের ইতিহাস সৃষ্টির দোরগোড়ায় ভারত। বিপক্ষে আবার বিশ সাল আগের প্রতিপক্ষ তথা চ্যাম্পিয়ন (২০০৩ বিশ্বকাপে) দল অস্ট্রেলিয়া। ফলে ‘মধুর প্রতিশোধ’-র অপেক্ষায় মুখিয়ে ১৪০ কোটি ভারতবাসী। আগামী রবিবার (১৯ নভেম্বর) বিশ্বকাপ ক্রিকেটের সেই বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ বিশেষভাবে দেখানোর ব্যবস্থা করল মেদিনীপুর পৌরসভা। জেলা শহর মেদিনীপুরের ঐতিহাসিক কলেজ কলেজিয়েট মাঠে জায়ান্ট স্ক্রিন বা বড় পর্দায় (Giant Screen/Big Screen) এই মেগা ফাইনাল ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান।

thebengalpost.net
মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠ (নিজস্ব চিত্র):

বৃহস্পতিবার সন্ধ্যাতেই পৌরপ্রধান সাংবাদিকদের জানিয়েছেন, ঐতিহাসিক এই ফাইনাল ম্যাচ মেদিনীপুর শহরবাসী যাতে আরো ভালোভাবে উপভোগ করতে পারেন, সেজন্যই মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ঐতিহাসিক কলেজ কলেজিয়েট মাঠে (Midnapore College Collegiate Ground) জায়ান্ট স্ক্রিন বা বড় পর্দা লাগানোর ব্যবস্থা করা হয়েছে। সরাসরি সম্প্রচার হবে সেই পর্দায়। তিনি এও জানিয়েছেন, “মাঠের ঠিক মাঝখানে এই বড় পর্দা লাগানো হবে। দর্শকদের বসার জন্য ১০০০-টি চেয়ার থাকবে। এছাড়াও, দাঁড়িয়ে দেখতে পারবেন বহু মানুষ। এজন্য কোনও প্রবেশমূল্যও লাগবেনা।” ঐক্যবদ্ধ ও সুশৃংখলভাবে শহরবাসী যাতে একসাথে বসে এই খেলা উপভোগ করতে পারেন এবং ভারতের জন্য গলা ফাটাতে পারেন, সে জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন চেয়ারম্যান। এদিকে, পৌরসভার এই উদ্যোগে স্বভাবতই খুশি আপামর শহরবাসী।