দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ আগস্ট: ইলেকট্রিক চালিত গাড়ির মাইলেজ ও পারফরম্যান্স বাড়াতে গেলে দরকার এনার্জি-এফিসিয়েন্ট, হাই পাওয়ার-ডেনসিটি, হাই-পারফরমেন্স পাওয়ার কনভার্টার, ইলেকট্রিক মোটর ড্রাইভ ও ব্যাটারি। সাউথ আফ্রিকায় সদ্য সমাপ্ত তরুণ বিজ্ঞানীদের ব্রিকস সম্মেলনে এই সংক্রান্ত গবেষণা তুলে ধরলেন আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) তরুণ অধ্যাপক তথা মেদিনীপুরের ‘ভূমিপুত্র’ প্রসূন মিশ্র। প্রসঙ্গত উল্লেখ্য, ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি অফ ইন্ডিয়া এই বছর ভারত থেকে যে ২১ জন তরুণ গবেষককে বেছে নিয়েছিল ব্রিকস সম্মেলনে যোগদানের জন্যে, তরুণ বিজ্ঞানী প্রসূন তাঁদের মধ্যে একজন। পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার জাহানাবাদ গ্রামে জন্ম প্রসূনের। কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠের মেধাবী ছাত্র প্রসূন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পরবর্তী পড়াশুনো ও গবেষণা করেছেন দেশ-বিদেশের নামকরা প্রতিষ্ঠানে। যেমন- আইআইটি দিল্লী, অলবর্গ ইউনিভার্সিটি, CSIR, General Electric ইত্যাদি।
তিনি জানান, সিলিকন কার্বাইড ও গ্যালিয়াম নাইট্রাইড পাওয়ার ডিভাইস ব্যবহার করে বানানো পাওয়ার কনভার্টার টেকনোলজির ভবিষ্যত খুব উজ্জ্বল এবং সেই নিয়ে আপাতত কাজ চালিয়ে যেতে চান। তাঁর আশা, আগামী ৫ বছরের মধ্যে এই টেকনোলজি আরো উন্নত হবে এবং বিভিন্ন ক্ষেত্রে বড়ো পরিবর্তন আনবে। উল্লেখ্য যে, আবহাওয়া পরিবর্তন ও টেকসই প্রযুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রসূন। প্রযুক্তিতে বিশ্বের দরবারে নিজেকে এবং নিজের দেশ ভারত (India)-কে মেলে ধরাই লক্ষ্য ছিল তরুণ এই বিজ্ঞানীর। গত ৩১ জুলাই থেকে ২ অগস্ট পর্যন্ত ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড ইনোভেশন সাউথ আফ্রিকা আয়োজিত ব্রিকস সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা এই পাঁচটি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। আর সেখানেই নিজের গবেষণার কাজ তুলে ধরে সবাইকে তাক লাগিয়ে দেন মাত্র ৩৫ বছর বয়সী এই তরুণ অধ্যাপক ও বিজ্ঞানী। প্রসঙ্গত, ছেলেবেলায় তাঁর ইচ্ছে ছিল চিকিৎসক হওয়ার। কিন্তু, বর্তমানে আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) অধ্যাপক হয়েও তিনি সমান খুশি। প্রায় দু’বছর হতে চললো খড়্গপুর আইআইটিতে যোগদান করেছেন তিনি। তাঁর বাবা ভারতীয় সেনাবাহিনীতে দীর্ঘদিন দেশের জন্য কাজ করেছেন।
উল্লেখ্য যে, বর্তমানে বাজারে পেট্রোল, ডিজেল চালিত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক চালিত গাড়ির ব্যবহার নিত্যদিন বাড়ছে। তবে, ইলেকট্রিক যানবাহন পরিষেবায় ও ব্যাটারি চার্জিং- এর,ক্ষেত্রে নতুনত্ব আনতেই তরুণ বিজ্ঞানী প্রসূন মিশ্র কাজ শুরু করেছেন। খরচ একই রেখে আরো উন্নত পরিষেবা দেওয়ার জন্যই বিশেষ গবেষণা চালিয়ে যাচ্ছেন তিনি। অবসর সময়ে তিনি কবিতা, প্রবন্ধ প্রভৃতি লেখেন প্রসূন। অবসরের বেশ কিছুটা সময় কাটে গান করেও। তরুণ এই বিজ্ঞানী তথা খড়্গপুর আইআইটি’র অধ্যাপকের অদম্য চেষ্টা, কঠোর অধ্যাবসায় ও উন্নত গবেষণার মধ্য দিয়ে ভারত প্রযুক্তিবিদ্যায় আরও উন্নতির শিখরে পৌঁছবে বলে মত ওয়াকিবহাল মহলের।