দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৯ জুলাই: দেশজুড়ে করোনার দৈনিক সংক্রমণের গ্রাফে ওঠানামা লেগেই রয়েছে। তৃতীয় ঢেউয়ের আবহে অদৃশ্য এই মারণ ভাইরাসের ভ্রুকুটি ক্রমশই স্পষ্ট হচ্ছে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার ফের বেড়েছে দৈনিক সংক্রমণের হার। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ২৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ৪৩ হাজার ৫০৯। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৫৫৫ জন। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৩৬০ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ১৫৫ জন। আপাতত দেশে ৪৫ কোটি ৬০ লক্ষ ৩৩ হাজার ৭৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে দেশে।

thebengalpost.in
দেশের করোনা চিত্র :

এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৬ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৮১৫। করোনার কারণে গত একদিনে প্রাণ হারিয়েছেন ১৪ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৬ হাজার ৫৩৯। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮২২ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৩০০ জন। গত ২৪ ঘন্টায় ৪৫ হাজার ৯৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় জেলায় করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১৪ জন। তবে, কিট কম থাকার কারণে, টেস্ট সামান্য কমেছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।

thebengalpost.in
রাজ্যের বুলেটিন: