Categories: Uncategorized

Paschim Medinipur: শালবনীর সমবায় সমিতিতে MRP-র চেয়ে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগ! জেলা জুড়ে কালোবাজারি’র বিরুদ্ধে অভিযান, হুঁশিয়ারি লাইসেন্স বাতিলের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ নভেম্বর: জেলার কৃষি সমবায় উন্নয়ন সমিতিগুলি যেন হয়ে উঠছে ‘ঘুঘুর বাসা’! চাষীদের জন্য বরাদ্দ সার ঘুরপথে খোলা বাজারে বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, সর্বোচ্চ বিক্রিত (এমআরপি/MRP) মূল্যের থেকেও বেশি দামে সার বিক্রি করার অভিযোগ উঠছে পশ্চিম মেদিনীপুর জেলার সর্বত্র। এমনকি, কৃষকদের কোন রসিদ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। শালবনী ব্লকের ৮ নম্বর গড়মাল অঞ্চলের জাড়া-মিরগা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে দীর্ঘদিন ধরে এমনই লুঠতরাজ চলছিল বলে এলাকার কয়েকশো কৃষকের অভিযোগ। শুধু তাই নয়, কৃষকরা এই ঘটনার প্রতিবাদ করলে সমবায় সমিতির ম্যানেজার নিত্যানন্দ রায় তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার করতেন বলেও কৃষকদের অভিযোগ। শেষমেষ গত শুক্রবার (৩ নভেম্বর) এলাকার কৃষকরা লিখিতভাবে অভিযোগ জানান স্থানীয় বিডিও, ব্লক সমবায় দফতর, ব্লক কৃষি দপ্তর, জেলা কৃষি দপ্তর, জেলা সমবায় সমিতি এবং জেলাশাসকের দপ্তরে। সেই অভিযোগ পাওয়ার পরই, জেলা কৃষি দফতরের নির্দেশে এবং মহকুমা কৃষি আধিকারিকের নেতৃত্বে শনিবার দুপুরে অভিযান চালানো হয় এই সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। ছিলেন ব্লক কৃষি দপ্তরের আধিকারিকরাও। অন্তত ৫০ জন কৃষকের উপস্থিতিতে চরম হুঁশিয়ারি দেওয়া হয় ম্যানেজার নিত্যানন্দ রায়-কে। MRP-র চেয়ে সার বিক্রি করা এবং রসিদ না দেওয়ার অভিযোগে করা হয় শোকজ!

সমবায় সমিতির বিরুদ্ধে অভিযোগ:

একইসঙ্গে ওই ম্যানেজার-কে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ৩ দিনের মধ্যে সন্তোষজনক উত্তর না পেলে তাঁর লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। অন্যদিকে, শনিবার জেলা জুড়ে সারের কালোবাজারি’র বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ জন ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলার সহ কৃষি অধিকর্তা। প্রায় ৫০ জনের বেশি ডিলার-কে শোকজ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সহকারী অধিকর্তা দুলাল দাস অধিকারী রবিবার জানিয়েছেন, “শনিবার আমি নিজে ঘাটাল মহকুমার ঘাটাল, চন্দ্রকোনা প্রভৃতি এলাকায় পরিদর্শনে গিয়েছিলাম। মহকুমার আধিকারিকরা শালবনী, কেশপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন। শালবনীর জাড়া-মিরগা সমবায় সমিতির ম্যানেজারকে শোকজ করেছেন মহকুমার সহকারী কৃষি অধিকর্তা। জেলা জুড়ে নানা অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে এই অভিযান চলবে।”

ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি:

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

8 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

16 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago