দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ৭ সেপ্টেম্বর: ফের হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির! বুধবার ভোররাতে ঝাড়গ্রাম বনবিভাগের অন্তর্গত মানিকপাড়া রেঞ্জের রমরমা বিটের জামব্যাদা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও বনদপ্তর সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুনির্মল পাল। বয়স আনুমানিক ৪৫। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের মৌপাল সংলগ্ন ভাঙাবাঁধ গ্রামে। তবে, তিনি ঝাড়গ্রামের জামবেদ্যা গ্রামে শ্বশুরবাড়িতেই থাকতেন বলে জানা গেছে। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে!

thebengalpost.net
মর্মান্তিক মৃত্যু:

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরবেলা জঙ্গল থেকে পাতা কুড়োতে যাচ্ছিলেন সুনির্মল। সেই সময় জঙ্গলে যাওয়ার পথে রাস্তায় হঠাৎ করে একটি হাতি তাঁর সামনে চলে আসে। এরপরই, অতর্কিতে হামলা করে হাতিটি। শুড়ে পেঁচিয়ে বারে বারে আছাড় মারতে থাকে সুনির্মলকে! ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সুনির্মলের বাড়ি শালবনীর (পশ্চিম মেদিনীপুর) ভাঙ্গাবাঁধে। ঝাড়গ্রামের জামব্যাদা গ্রামে বিয়ে হয়েছিল। জামব্যাদা গ্রামেই থাকতেন তিনি। ঘটনার পরে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে জামব্যাদা গ্রামে। এদিকে, শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম মেদিনীপুরের শালবনীর ভাঙাবাঁধ এলাকাতেও। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও বনদপ্তরের কর্মীরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তাঁর পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। একইসাথে, জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দাদের সচেতন করা হয়েছে। হাতির গতিবিধি জানার জন্য, বনদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার বার্তাও দেওয়া হয়েছে।

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement) :