দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ মে:সাইকেলে চাল নিয়ে, আর পাঁচটা দিনের মতোই তা বিক্রি করতে যাচ্ছিলেন খড়্গপুর শহরের উদ্দেশ্যে। পৌঁছনো হলোনা শেষ অবধি! উল্টো দিক আসা বেপরোয়া পিকাপ ভ্যানের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল, ব্যবসায়ী রাধেশ্যাম বেরা’র। এরপরই, ক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ শুরু করেন। শুক্রবার সাত সকালে ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত গোপীনাথপুরের খড়্গপুর-জামনা রাজ্য সড়কের উপর। খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। বচসা শুরু হয় এলাকাবাসীর সঙ্গে। রাজ্য সড়কে বাম্পার এবং ওই ব্যবসায়ীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে চলে অবরোধ। কিছুক্ষণ পর অবশ্য পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

thebengalpost.net
দুর্ঘটনাস্থল :

জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও খড়্গপুর গ্রামীণের চকগোবিন্দের চাল ব্যবসায়ী, বছর ৪৭-এর রাধেশ্যাম বেরা সাইকেলে করে চাল নিয়ে খড়্গপুর শহরের দিকে যাচ্ছিলেন। খড়গপুর-জামনা রাজ্য সড়কের গোপীনাথপুর এলাকায়, উল্টোদিক থেকে আসা একটি দ্রুতগতির পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মেরে, নয়ানজুলিতে উল্টে পড়ে! ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চাল ব্যবসায়ীর। পলাতক পিকাপ ভ্যানের চালক ও খালাসি। এরপরই, স্থানীয়রা পথ অবরোধ করেন। কিছুক্ষণ পর, অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে যানবাহন স্বাভাবিক করে পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। প্রশাসনের কাছে স্থানীয়রা দাবি করেন, এই রাস্তা সংস্কার হওয়ার পর বাম্প নেই, আগের মতোই বাম্পার তৈরি করে দিতে হবে। মৃত ব্যক্তির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তোলা হয়।

thebengalpost.net
নয়ানজুলিতে উল্টে পড়ে পিকাপ ভ্যান: