দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ মে:মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক চালকের। গুরুতর আহত অপর আরোহী-কে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যা সাতটা-সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার দেউলি’র কাছে সরিষামোড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটার (স্কুটি) রাস্তাতেই উল্টে যায়! আশঙ্কাজনক অবস্থায় চালক ও আরোহী-কে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, চোট গুরুতর হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। মেদিনীপুর নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যু হয়, বছর ৫০ এর তাপস দাসের! স্কুটি-তে থাকা অপর আরোহী, বছর ৪৫ এর জয়ন্ত চক্রবর্তী-কে তাঁর পরিজনেরা মেদিনীপুর মেডিক্যালে না নিয়ে গিয়ে, ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সোমবার সকালে পরিবার সূত্রে জানা গেছে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

thebengalpost.net
এই স্কুটিতেই হয় দুর্ঘটনা:

জানা গেছে, বেলদা বাসস্ট্যান্ড এলাকার সুপরিচিত ও সকলের প্রিয় ব্যবসায়ী তাপস দাস। পূর্বাশা ট্যুর এন্ড ট্রাভেলস এর কর্ণধার তাপস বাবু’র Xerox এবং প্যাকেট দুধের দোকান-ও আছে। তাঁর স্কুটিতে চেপেই যাচ্ছিলেন জয়ন্ত চক্রবর্তী নামে অপরজন। দু’জনই বেলদার দেউলি এলাকার বাসিন্দা। স্কুটিতে চেপে বাড়ির দিকেই যাচ্ছিলেন। হঠাৎ করেই স্কুটির চাকা পিছলে গিয়ে বা যেকোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে, রাস্তাতেই তাঁরা পড়ে যান। দু’জনই গুরুতর আহত হন এবং অচৈতন্য হয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় বেলদা থানার পুলিশ তাঁদের উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান এবং পরিবারের সদস্যদের খবর দেন। দু’জনকেই মেদিনীপুর মেডিক্যালে রেফার করা হয়। তবে, জয়ন্ত বাবুর পরিবার তাঁকে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অপরদিকে, তাপস বাবু-কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া’ হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন! পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। সোমবার তাঁর ময়নাতদন্ত হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই। এদিকে, জয়ন্ত চক্রবর্তী’র পরিবার সূত্রে জানা গেছে, তাঁর মুখে-চোখে একাধিক স্টিচ পড়েছে। তবে, তাঁর জ্ঞান ফিরে এসেছে! আঘাত গুরুতর হলেও, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে তাঁর পরিজনেরা জানিয়েছেন। এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী।

thebengalpost.net
মৃত তাপস দাস:

thebengalpost.net
জয়ন্ত চক্রবর্তী :