দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ মে:মাসখানেক আগে শারীরিক অসুস্থতায় মৃত্যু হয়েছিল বাবার। এবার, ছেলের মর্মান্তিক মৃত্যু হল বাইক দুর্ঘটনায়! মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত সস্তানগর গ্রামের। দুর্ঘটনায় মৃত যুবকের নাম শিবশঙ্কর খাঁড়া ওরফে চৈতন্য খাঁড়া। বয়স মাত্র ৩২। গ্যারেজে মিস্ত্রীর কাজ করতেন শিবশঙ্কর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে গ্যারেজের কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন ওই যুবক। উল্টো দিক থেকে যাওয়া সবজি ভর্তি একটি পিকাপ ভ্যানকে সাইড দিতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। দাঁতন থানার পুলিশ মৃতদেহ সংগ্রহ করে, মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পাঠায় খড়্গপুর মহকুমা হাসপাতালে। এদিকে, ঘটনা ঘিরে শোকে ভেঙে পড়েছে এলাকা ও পরিবারের লোকজন।
জানা গেছে, সোমবার (৯ মে) রাতে (দশটা নাগাদ) নিজের কাজ সেরে বাইকে করে ফেরার পথে, দাঁতনের বীণাপাণি গার্লস হাই স্কুলের সামনে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় শিবশঙ্করের। স্থানীয়দের সহযোগিতায়, তাঁর মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠায় দাঁতন থানার পুলিশ। অপরদিকে, মাসখানেক আগে (এপ্রিল মাসের শুরুতে) হঠাৎ করেই শারীরিক অসুস্থতা কারণে মৃত্যু হয় তাঁর বাবা প্রফুল্ল খাঁড়া (৬০)’র। মাত্র এক মাসের মধ্যে বাবা ও ছেলের এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ সারা গ্রাম। স্থানীয় বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। যদিও, তিনি বিধানসভায় আছেন এই মুহূর্তে, তবে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।