দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুন: আকাশে মেঘ থাকলেও, ‘বিনা মেঘে বজ্রপাত’ ডোগরা পরিবারে! শুকনো কাপড় তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু গৃহবধূর। মঙ্গলবার দুপুর নাগাদ এমন-ই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঘুনাথ চক এলাকায়। বজ্রাহত গৃহবধূকে দ্রুত উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মাত্র ২৮ বছরের ওই গৃহবধূর নাম কাকলি ডোগরা। ঘটনায় শোকস্তব্ধ পুরো এলাকা।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে যখন আকাশে মেঘ দেখা যায়, তখনই বৃষ্টির আশঙ্কার বাড়ির বাইরে থাকা শুকনো কাপড় তুলতে যান গৃহবধূ। সেই সময়ই হঠাৎ বাজ পড়ে! ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মাত্র ২৮ বছর বয়সী কাকলি। দ্রুত তাঁকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘাটাল থানা সূত্রে খবর কাকলির মৃতদেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের হাতে।