দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ:বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাষের জমিতেই মৃত্যু পশ্চিম মেদিনীপুরের কৃষকের! বিদ্যুৎ দপ্তরের গাফিলতিকেই দায়ী করা হচ্ছে। ১১ হাজার ভোল্টের তার কেন ছড়িয়ে ছিটিয়ে থাকবে চাষের জমিতে? এই প্রশ্নই উঠছে বারবার। প্রসঙ্গত, বুধবার সকালে নিজের চাষের জমিতে থাকা মিনি ডিপ টিউবওয়েল দেখতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয়, পশ্চিম মেদিনীপুরের পিংলার ভাটিয়া সংলগ্ন পশ্চিমচক গ্রামের কৃষক নাড়ু গোপাল মন্ডলের। বছর ৫০ এর কৃষকের এই মর্মান্তিক মৃত্যু’তে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। এমনকি, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক মানস রঞ্জন ভুঁইয়া ও প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইয়া পরিবারের সাথে দেখা করতে গেলেও, তাঁদের কাছে বিদ্যুৎ দপ্তর এর বিরুদ্ধে ক্ষোভ উজাড় করে দেন পরিবার ও এলাকার লোকজন। তিনি, সবরকম ভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য যে, বুধবার সকালে চাষের জমিতে মিনির জল দেখতে গিয়ে, জমিতে পড়ে থাকা ১১ হাজার ভোল্টের তারে পায়ে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় নাড়ু গোপাল মন্ডলের (৫১)। এলাকাবাসীর অভিযোগ, অনেকবার বিদ্যুৎ দপ্তরে জানানো হয়েছিল, বিদ্যুতের তার ঝুলে আছে বলে। কিন্তু, তারা কোন ধরনের ব্যবস্থা নেয়নি। বুধবারের এই ঘটনা তাই বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই! পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এলে তাঁদের ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। এলাকায় যে সমস্ত বিদ্যুতের তার রয়েছে সেগুলো রিপেয়ারিং করা অথবা কেবল তার বসানোর দাবি ওঠে। এছাড়াও, নাড়ুগোপাল মন্ডলের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। এনিয়ে, পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।