দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুন: ফের সেই কাল বজ্রে অসহায় মৃত্যু গ্রাম বাংলার কৃষকের! প্রশাসন থেকে বারবার সতর্ক করার চেষ্টা করা হচ্ছে, চলছে প্রচার, কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচানো যাচ্ছে কই! শুক্রবার পশ্চিম মেদিনীপুরের শালবনীতে বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু হল বছর পঞ্চাশের কৃষকের। স্থানীয় সূত্রে জানা গেছে, মধুপুর গ্রামের বাসিন্দা টুকলাল দেব সিংহ (৫০) বৃষ্টির পর বিকেল সাড়ে চারটা নাগাদ গরু নিয়ে মাঠে গিয়েছিলেন। সেই সময় বাজ পড়ছিল! বিপদ অনুমান করে, মাঠের কাছাকাছি একটি বাড়ীতে আশ্রয় নিতে চেয়ে গরু নিয়ে ফিরছিলেন। সেই সময়টুকুও দিল না নির্দয় প্রকৃতি! বাজ পড়ে মাঠেই মৃত্যু হয় টুকলালের। তাঁর সঙ্গে থাকা আরেক সঙ্গী সামান্য আহত হয়েছেন। গরুটিও আহত হয়েছে। টুকলালের মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

thebengalpost.in
মৃত টুকলাল দেব সিংহ :

মৃত টুকলালের ভাইপো নবীন দেব সিংহ জানিয়েছেন, “সকাল থেকে চাষের কাজে মাঠেই ছিলেন। দুপুরে ফিরে স্নান খাওয়া-দাওয়া করে, ফের গরু নিয়ে কাছাকাছি মাঠে গিয়ে ছিলেন। সেই সময় বৃষ্টিও থেমে গিয়েছিল। বিকেল সাড়ে চারটা নাগাদ আমরা কাছাকাছি বাজ পড়ার শব্দ শুনতে পাই। গিয়ে দেখি কাকু মাটিতে পড়ে আছে নিথর ভাবে! আমরা সঙ্গে সঙ্গে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করি। কিন্তু, ততক্ষণে সব শেষ।” টুকলালের সঙ্গে থাকা আরেক ব্যক্তি বললেন, “আমরা কিছুটা বিপদ অনুমান করেই মাঠের কাছে একটি বাড়িতে আশ্রয় নিতে চাইছিলাম। আমার পেছনেই টুকললা ছিল। হঠাৎ প্রচন্ড শব্দ, তারপরই দেখি মাটিতে লুটিয়ে পড়েছে টুকলাল!” এভাবেই গ্রামবাংলার আরো এক কৃষকের মৃত্যু হল বজ্রপাতে। স্ত্রী এবং এক ছেলে, এক মেয়েকে রেখে বিদায় নিলেন শালবনীর টুকলাল দেব সিংহ। ঘটনায় গভীর শোকের ছায়া এলাকাজুড়ে!