তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২১ এপ্রিল:চুরি তখন মাঝপথে। হঠাৎ চিৎকার চেঁচামেচি করতে করতে পৌঁছে যান গৃহস্থ। বেশ কয়েক ভরি সোনা দানা ও টাকা পয়সা নিয়ে পালালেও, তস্কর দল ফেলে যায় তাদের জুতো এবং চুরির নানা যন্ত্রপাতি। পশ্চিম মেদিনীপুরে এক সেনা কর্মীর বাড়িতে এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি জেলার দাসপুর থানার সুরানারায়ণপুর এলাকার। পরিবার সূত্রে খবর, বুধবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির তালা ভেঙে বাড়ির মধ্যে ঢোকে দুই চোর। চুরি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাড়ির সদস্যরা পৌঁছে গেলে, কিছু সোনার গহণা ও টাকা নিয়ে পালিয়ে য়ায় চোরেরা। বাড়ির বারান্দায় পড়ে থাকে চোরেদের জুতো এবং চুরির জন্য ব্যবহৃত তালা চাবি কাটার যন্ত্র।

thebengalpost.net
চুরির পরের অবস্থা :

জানা যায়, ওই এলাকার বাসিন্দা কাশীনাথ একজন সোনা কর্মী। কর্মসূত্রে থাকেন কাশ্মীরে। তাঁর দাদাও কর্মসূত্রে বাইরে থাকেন। বর্তমানে, বাড়িতে রয়েছেন তাঁর বৌদী ও ভাইপো। বুধবার রাতে নিমন্ত্রণ বাড়িতে খেতে গিয়েছিলেন। রাত্রি ১২ টা নাগাদ বাড়িতে এসে দেখেন যে বাড়ির প্রধান দরজা খোলা। এরপরই, চিৎকার চেঁচামেচি করতে করতে বাড়ির মধ্যে প্রবেশ করে দেখেন জিনিসপত্র লন্ডভন্ড! আর, বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে দুই ব্যক্তি। তাঁদের চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তবে, ততক্ষণে পালিয়ে যায় চোর! কিন্তু, বাড়ির বারান্দায় পড়ে থাকে চুরির জন্য আনা ব্যবহৃত যন্ত্রপাতি ও চোরেদের জুতো। ইতিমধ্যে, পুরো বিষয়টি নিয়ে দাসপুর থানায় লিখিত অভিয়োগ জমা হয়েছে। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।