দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জানুয়ারি: সিআইডি দপ্তরে কর্মরত এক সিভিক ভলান্টিয়ারের আত্মহত্যা পশ্চিম মেদিনীপুরে! ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার তারুয়া গ্রামের। মৃতের নাম চিন্ময় শাসমল (৩৫)। শুক্রবার সন্ধ্যায় তাঁর বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় বলে জানা গেছে। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তি’র জেরেই আত্মহত্যা করেছেন ওই যুবক।

thebengalpost.net
সিভিক ভলান্টিয়ার চিন্ময় শাসমল :

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলদা থানা এলাকার বাসিন্দা চিন্ময় খড়্গপুর সিআইডি (CID) দফতরে কর্মরত ছিলেন। তবে, সম্প্রতি তিনি মদের নেশায় আসক্ত হয়ে ছিলেন। আর, তার জেরে সংসারে নিত্য অশান্তি লেগে থাকত। স্ত্রী’র সাথে এই নিয়ে এর আগেও অশান্তি হয়েছে এবং অন্তত ৩-৪ বার আত্মহত্যার চেষ্টা করেছে! চিন্ময়ের বন্ধুবান্ধবরা জানিয়েছেন, “এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছে, কোনরকমে তাকে ফিরিয়ে আনা হয়েছে। এমনিতে, ভালো মনের ছেলে হলেও, দেশি মদের নেশায় বুঁদ হয়ে সংসারে অশান্তি করত।” ৩-৪ বছরের একটি মেয়েও আছে তাঁর। চিন্ময়ের এক ভাই জানিয়েছেন, শুক্রবারও স্ত্রীর সাথে অশান্তির পর, রাগে মেয়েকে নিয়ে স্ত্রী বাপের বাড়ি চলে যায়। তার কয়েকঘন্টার মধ্যেই সন্ধ্যা নাগাদ চিন্ময় এর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। এলাকাবাসী’রা বলছেন, মদের নেশায় স্থানীয় যুবকরা শেষ হয়ে যাচ্ছে! ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ‌ তদন্ত শুরু করেছে পুলিশ।

thebengalpost.net
মাদকাসক্ত হওয়ার পর :