দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ:জাতীয় সড়কের পাশে পশ্চিম মেদিনীপুরের মকরামপুর এলাকায় অবস্থিত একটি নামকরা কারখানার ট্রান্সপোর্টের কাজে নিযুক্ত এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। যুবকের নাম অভিজিৎ কোলে (বাবার নাম, গণেশ কোলে)। বয়স মাত্র ২১। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের বাড়ি শালবনী ব্লকের কাশীজোড়া সংলগ্ন দেউলকুন্ডা এলাকায়। মকরামপুরের কাছে বাঘাবেরা এলাকায় এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন অভিজিৎ। সোমবার সকালে‌ সেখানেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ সংগ্রহ করে সন্ধ্যা নাগাদ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।

thebengalpost.net
এই কারখানার ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত ছিলেন যুবক :

জানা গেছে, ২১ বছর বয়সী অভিজিৎ কোলে’র বাড়ি শালবনী থানা এলাকার দেউলকুণ্ডা গ্রামে। সোমবার সকালে তারই এক সহকর্মী ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায়। স্থানীয়রা উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরপর, নারায়ণগড় থানার পুলিশ মৃতদেহ সংগ্রহ করে। জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা। তরতাজা যুবকের মৃত্যুকে ঘিরে শালবনীতে শোকের ছায়া নেমে এলেও, আত্মহত্যার কারণ নিয়ে বিশদ কিছু জানা যায়নি এখনও!

thebengalpost.net
অভিজিৎ কোলে :