দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ এপ্রিল:গ্রাম সংলগ্ন ধানক্ষেত থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে মৃতদেহ উদ্ধার হয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত দহ গ্রাম থেকে। তার দুই হাতের শিরা কাটা ছিল বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বছর ৩০ এর যুবকের নাম প্রদীপ সাউ। শালবনী থানার অধীন পিড়াকাটা ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক অনুমান, যুবক আত্মহত্যা করেছে!
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল। বুধবার সকালে গ্রাম সংলগ্ন ধান জমির মাঝে ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী! খবর দেওয়া হয়, স্থানীয় পিড়াকাটা পুলিশ পোস্টে। পুলিশ এসে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। জানা গেছে, যুবকের দুই হাতের শিরা কাটা ছিল! আর, তা থেকেই পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবক আত্মহত্যা-ই করেছেন। আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ। যদিও গ্রামবাসীদের মাধ্যমে জানা গেছে, ওই যুবক ইদানিং একটি সম্পর্কে জড়িয়ে পড়েছিল, আর তা মেনে নেননি পরিবারের লোকজন! সেই কারণেই হয়তো মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। তারপর, মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল যুবক। অবশেষে, বুধবার তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। সন্ধ্যা নাগাদ ময়নাতদন্ত হয় মেদিনীপুর মেডিক্যালে। তবে তাঁর পরিবারের সদস্যরা এনিয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তাঁরা থানায় কোনো অভিযোগ-ও করেননি! পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।