দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুন: ফের আত্মহত্যার ঘটনা পশ্চিম মেদিনীপুরে! এবার, বছর ২১-এর কলেজ ছাত্রী গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করলেন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে, নারায়ণগড় থানার নারমা গ্রাম পঞ্চায়েতের চকলহরী গ্রামে। মৃত কলেজ ছাত্রীর নাম টগরী মাইতি। মঙ্গলবার খড়্গপুর মহকুমা হাসপাতালে তাঁর মৃতদেহের ময়নাতদন্ত হয়। শোকস্তব্ধ বাবা আনন্দ মাইতি জানান, “একটা ছবি বেরিয়ে গিয়েছিল (ভাইরাল হয়েছিল)। সেটা দেখার পর থেকেই অবসাদে ভুগছিল।” তবে, এই ঘটনায় তিনি নিজে বা পরিবারের তরফে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশের তরফে ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

thebengalpost.net
মৃত কলেজ ছাত্রী :

জানা গেছে, সোমবার (২৭ জুন) দুপুর ১ টা নাগাদ বাড়ির ভেতর থেকেই টগরী’র ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নারায়ণগড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। দ্বিতীয় বর্ষের ওই কলেজ ছাত্রী ঠিক কি কারণে আত্মহত্যা করেছে, তা নিয়ে নিশ্চিত নন কেউই। তবে, ওই কলেজ ছাত্রীর বাবা আনন্দ মাইতি মঙ্গলবার (২৮ জুন) জানিয়েছেন, “আমি বাড়িতে ছিলামনা। ওর মা আর ও বাড়িতে ছিল। হঠাৎ আমার কাছে ফোন আসে, তাড়াতাড়ি বাড়িতে আসার জন্য। এসে দেখি এই!” তাঁর বক্তব্য, “মেয়ের একটা ছবি বেরিয়ে গিয়েছিল। সেটা দেখার পর থেকেই অবসাদে ভুগছিল।” তবে, কি ছবি, কবে বেরিয়েছিল, সেই বিষয়ে বিশদে তিনি জানাতে পারেননি! এই বিষয়ে লিখিত অভিযোগ-ও দায়ের হয়নি। তবে, পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।