দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: অনেক কষ্টে ৪ বিঘা আলু চাষ করেছিলেন! সাম্প্রতিক, শিলাবৃষ্টি আর অতিবৃষ্টিতে সবটাই জলের তলায়। মানসিক অবসাদে তাই আত্মহত্যা করলেন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার লক্ষণপুর এলাকার কৃষক দেবাশীষ মান্না। বয়স আনুমানিক ৫০। শনিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেবাশীষ বেশ অবস্থাপন্ন কৃষক-ই ছিলেন। তবে, সম্প্রতি মেয়ের বিয়ে হয়েছে এবং ছেলে বাইরে পড়াশোনা করছে। তার মধ্যেই, সমবায় সমিতিতে ঋণ করে ৪ বিঘা আলু চাষ করেছিলেন! কিন্তু, পরপর বৃষ্টিতে তাঁর অন্যান্য ফসলের যেমন ক্ষতি হয়েছিল, ঠিক তেমনই গত দু’দিনের শিলাবৃষ্টি ও অতিবৃষ্টিতে সমস্ত আলুও নষ্ট হয়ে যায়। এর ফলেই, মানসিক হতাশা ও দুশ্চিন্তায় ভুগতে শুরু করেন তিনি। সেই, দুশ্চিন্তা থেকেই শনিবার ভোর রাতে গলায় দড়ি দেন দেবাশীষ। পরিবারের সদস্যরা তা দেখতে পেয়েই, স্থানীয়দের সহায়তায় স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।