দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে সোমবার (৫ আগস্ট) থেকে শুরু হল মহকুমা ফুটবল লিগ। লিগের ফার্স্ট ডিভিশন ও সেকেন্ড ডিভিশনের খেলাগুলি চলবে আগস্ট ও সেপ্টেম্বর মাস জুড়ে। দুই ডিভিশন মিলিয়ে সদর মহকুমার ২২টি দল অংশগ্রহণ করেছে এই ফুটবল লিগে। সোমবার ফার্স্ট ডিভিশনের প্রথম খেলা বা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মেদিনীপুর পুলিশ অ্যাথলেটিক ক্লাব এবং রাঙামাটি সমাগম ক্লাব। ২-০ ব্যবধানে সমাগম ক্লাব জয়ী হয়। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচের একেবারে শেষ লগ্নে অবশ্য বেশ কিছুক্ষণ অশান্তি হয়। পরে অবশ্য শান্তিপূর্ণভাবেই ম্যাচ শেষ হয়।
ফুটবল উপভোগ করার জন্য মেদিনীপুরবাসীকে অরবিন্দ স্টেডিয়ামে আহ্বান জানিয়েছেন মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সঞ্জিত তোরই। অপরদিকে, আগামী বুধবার (৭ আগস্ট) থেকে শালবনী ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শালবনী ব্লক ফুটবল চ্যাম্পিয়নশিপও শুরু হতে চলেছে বলে জানিয়েছেন শালবনী ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ।