দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুলাই: CISCE (Council for Indian School Certificate Examinations) আয়োজিত রাজ্যস্তরের (বা, রিজিওনাল) সাঁতার (Swimming) ও শুটিং (Shooting) প্রতিযোগিতায় সাফল্য মেদিনীপুর শহরের স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুল (ICSE-ISC English Medium School) বিদ্যাসাগর শিশু নিকেতনের (Vidyasagar Shishu Niketan) পড়ুয়াদের। গত ১০-১৩ জুলাই কলকাতায় CISCE আয়োজিত সাঁতার প্রতিযগিতার অনূর্ধ্ব-১৪ বা আন্ডার ফর্টিন (U-14) বিভাগের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে প্রথম স্থান অধিকার করে সেচ্ছা রাউত (Sechha Routh)। আর, সেই সঙ্গেই জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করার যোগ্যতাও অর্জন করে নেয় বিদ্যাসাগর শিশু নিকেতনের (Vidyasagar Shishu Niketan) সপ্তম শ্রেণীর এই ছাত্রী।

thebengalpost.net
সেচ্ছা রাউত:

অপরদিকে, অনূর্ধ্ব-১৯ বা আন্ডার নাইনটিন (U-19) বিভাগের শুটিং ইভেন্টে (Shooting) তৃতীয় স্থান অধিকার করে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করে নেয় বিদ্যাসাগর শিশু নিকেতনের (Vidyasagar Shishu Niketan) দ্বাদশ শ্রেণীর ছাত্র বৈভব দে (Boibhav Dey)। এছাড়াও, সাঁতারের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে অর্পিত বর্মন তৃতীয় স্থান অধিকার করে। একইসঙ্গে, অর্পিত বর্মন, অঙ্কিত বিশ্বাস, আদিত্য মাজি ও অঙ্কিত বর্মন মিলিতভাবে ফ্রিস্টাইল রিলে (4×1000) এবং ব্যক্তিগত মেডলি রিলে (4×1000) বিভাগের তৃতীয় স্থান দখল করে। CISCE আয়োজিত রিজিওনাল বা রাজ্য স্তরের এই প্রতিযোগিতায় পড়ুয়াদের সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের উপকন্ঠে রাঙামাটিতে অবস্থিত বিদ্যাসাগর শিশু নিকেতনের অধ্যক্ষা, শিক্ষক-শিক্ষিকা সহ সমগ্র স্কুল কর্তৃপক্ষ। অধ্যক্ষা (Principal) চান্দা মজুমদার বলেন, “ছাত্র-ছাত্রীদের সাফল্যে আমরা গর্বিত! জাতীয় স্তরেও ওদের সাফল্য কামনা করি।”

thebengalpost.net
বৈভব দে: