দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: সরকারি বা সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। সেই নির্ধারিত সূচি মেনেই গত দু’দিন অর্থাৎ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ও শুক্রবার (১৯ জানুয়ারি) মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠে আয়োজিত হল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর মহকুমার অধীন সদর আর আর চক্রের (Sadar RR Circle) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মূলত জেলা শহর মেদিনীপুরের ৩৯টি প্রাথমিক বিদ্যালয় ও ৭টি শিশু শিক্ষা কেন্দ্র-কে নিয়েই এই সদর আর আর চক্রের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত দু’দিনের আবহাওয়ার প্রতিকূলতাকে উপেক্ষা করেই। মেদিনীপুর কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয়, বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়, মিশন গার্লস প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে এই চক্রের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের (সবমিলিয়ে ৪৬টি) প্রায় পাঁচ শতাধিক পড়ুয়া এই বার্ষিক ক্রীড়ায় অংশ নিয়েছিল বলে সদর RR সার্কেল সূত্রে জানা গেছে।

thebengalpost.net
সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সূচনা:

বৃহস্পতিবার এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয় মেদিনীপুর শহরের কলেজ কলেজিয়েট মাঠে। ঘন কুয়াশা এবং মাঝেমধ্যেই ঝিরঝিরে বৃষ্টিকে উপেক্ষা করে প্রথম দিনের প্রতিযোগিতা সম্পন্ন হয় আয়োজকদের তৎপরতায়। শুক্রবারও তীব্র কুয়াশা বা মেঘলা আবহাওয়া উপেক্ষা করেই প্রতিযোগিতা শেষ হয়। প্রায় পাঁচ শতাধিক পড়ুয়াদের নিয়ে সফলভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সদর আর আর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক (SI/S) কুশাঙ্কুর সামন্ত। উপস্থিত ছিলেন, সরকারী জেলা বিদ্যালয় পরিদর্শক (AI) সৌমেন ঘোষ, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই প্রমুখ। গত দু’দিন ধরে চক্রের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক উদ্যোগ ও প্রচেষ্টায় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন চক্রের অন্যতম শিক্ষক তথা শাসকদলের শিক্ষক সংগঠনের চক্র-সভাপতি গোলাম মোর্তাজা। তবে, প্রতিটি শিক্ষক সংগঠনের সদস্যরাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বলেও তিনি জানিয়েছেন। উল্লেখ্য যে, বিদ্যালয় স্তরে বিজয়ীদেরই এই চক্র ক্রীড়ায় অংশগ্রহণের জন্য পাঠানো হয়েছিল স্কুলগুলির তরফে। এবার, চক্রের বিজয়ীরা অংশ নেবে পরবর্তী পর্যায়ে অর্থাৎ মহকুমা ক্রীড়ায়। জানা গেছে, মেদিনীপুর সদর মহকুমার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামী ২৫ জানুয়ারি মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে আয়োজিত হবে।

thebengalpost.net
প্রায় পাঁচ শতাধিক পড়ুয়ার অংশগ্রহণ: