দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: চলতি বছরের জুন মাসে নবম এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের পর ফের একবার তুখোড় ফর্মে ‘বাংলার গর্ব’ তথা পশ্চিম মেদিনীপুরের পিংলা (কড়কাই)’র মেয়ে প্রণতি নায়েক (Pranati Nayak)। ৩৬-তম জাতীয় গেমসে (36th National Games) জিতলেন পাঁচ পাঁচটি পদক। যার মধ্যে ব্যক্তিগত বিভাগে আছে দু’টি সোনা। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি কমনওয়েলথ গেমসে একটুর জন্য পদক হাতছাড়া হয় প্রণতি’র। গত ২ আগস্ট (২০২২) অনুষ্ঠিত ফাইনালে পঞ্চম স্থানে শেষ করেন তিনি। তবে, ভেঙে পড়েননি প্রণতি! কাঁধে ও হাঁটু-তে চোট নিয়েও নিজের সেরাটা উজাড় করে দিলেন জাতীয় গেমসে। ৫-টি পদক জয়ের সঙ্গে সঙ্গে জিমন্যাস্টিক্সে বাংলা’কে চ্যাম্পিয়ন (Champion) ও করলেন।

thebengalpost.net
চ্যাম্পিয়ন হল বাংলা, ৫-টি পদক প্রণতি:

উল্লেখ্য যে, ২৯ সেপ্টেম্বর থেকে গুজরাটে শুরু হয়েছে ৩৬ তম জাতীয় গেমস (36th National Games)। চলবে ১২ অক্টোবর অবধি। আর্টিস্টিক জিমন্যাস্টিক্স বিভাগে যোগ দিয়েছিলেন প্রণতি। এই বিভাগের আনইভেন বার ও ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে সোনা জেতেন প্রণতি। তবে, ভল্ট থেকে সোনা জিততে পারেননি তিনি। এসেছে রূপো। অলরাউন্ড বিভাগেও রূপো জিতেছেন প্রণতি। অন্যদিকে, বাংলার দলই জিমন্যাস্টিক্সে চ্যাম্পিয়ন হয়েছে। ৫-টি পদক জিতে প্রণতি জানিয়েছেন, “হাঁটু ও কাঁধে চোট ছিল। তা সত্ত্বেও, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।” তিনি এও জানান, আগামী ২৯ অক্টোবর থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ (World Championship)। ইতিমধ্যে, এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে প্রণতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ দেওয়ার ছাড়পত্র অর্জন করেছেন। আগামী ২২ ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা তাঁর। কাঁধে ও হাঁটু-তে সামান্য চোট থাকায় কিছুটা দুঃশ্চিন্তাতেও আছেন প্রণতি। তা সত্ত্বেও ভালো পারফরমেন্স করার আপ্রাণ চেষ্টা করবেন বলে তিনি জানিয়েছেন।