দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভল্ট ফাইনালে প্রবেশ করলেন ভারতের প্রণতি নায়েক (Pranati Nayak)। শনিবার ভল্ট ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করেন পশ্চিম মেদিনীপুরের ‘গর্ব’ তথা পিংলার (কড়কাই/ চক কৃষ্ণদাস) মেয়ে প্রণতি। আর, এর ফলেই ফাইনালে প্রবেশ করলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) প্রণতি পদক না জিতলেও, নবম এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকসে (১৮ জুন) ব্রোঞ্জ পান প্রণতি। এবার, কমনওয়েলথ গেমসেও পদকের অন্যতম দাবিদার হলেন বাংলার প্রণতি নায়েক। ফাইনালে কোয়ালিফায়ারে প্রথমবারের চেষ্টায় প্রণতি ১৩.৬০০ পয়েন্ট পান এবং দ্বিতীয়বারের চেষ্টায় ১২.৯৫০ পয়েন্ট তোলেন। গড় পয়েন্ট হয় ১৩.২৭৫। স্কটল্যান্ডের শ্যানন আর্চার ১৩.৫০০ গড়ে শীর্ষে থেকে ফাইনালে প্রবেশ করেন। প্রণতি শেষ করেন দ্বিতীয় স্থানে।

thebengalpost.net
প্রণতি নায়েক (Pranati Nayak), ফাইল ছবি :

উল্লেখ্য, এই ইভেন্টে মাত্র শীর্ষ আটজনকে পরের রাউন্ডে জায়গা দেওয়া হয়েছে। যেখানে প্রণতির সতীর্থ প্রতিষ্ঠা সামান্তা (Protistha Samanta) দশম স্থানে শেষ করে ফাইনালে জায়গা করে নিতে পারেননি। তাঁর গড় ছিল ১১.৯৫০। অপর ভারতীয় রুথুজা নটরাজ (Ruthuja Nataraj) ভল্টে ১২.৩০০ পয়েন্ট, আনইভেন বারে ১১.৯৫০ পয়েন্ট, ব্যালেন্স বিমে ১১.৩৫০ পয়েন্ট ও ফ্লোর এক্সারসাইজে ১০.৬৫০ পয়েন্ট তোলেন। তাঁর মোট পয়েন্ট হয় ৪৬.২৫০। অপরদিকে, চারটে ইভেন্ট মিলিয়ে প্রণতি মোট ৪৩.৫০০ পয়েন্ট তোলেন। ভারতের প্রতিষ্ঠা সামান্তা শুধুমাত্র ভল্টে অংশগ্রহণ করেন। মহিলাদের ক্যাটাগরিতে ভারতের ত্রয়ী প্রণতি নায়েক, প্রতিষ্ঠা সামান্তা ও রুথুজা নটরাজ মোট ১০২.৬৫০ পয়েন্ট তোলেন। তাঁরা টিম ইভেন্ট বা দলগতভাবে ফাইনালে প্রবেশ করতে পারেননি! পুরুষদের আর্টিস্টিক জিমনাস্টিকে ভারতের যোগেশ্বর সিং (Yogeshwar Singh) হলেন একমাত্র ভারতীয় যিনি ফাইনালে প্রবেশ করেন। ইভেন্টে তিনি ১৮ তম স্থানে শেষ করে ফাইনালে প্রবেশ করেন। আজ, রবিবার, নামছেন তিনি। এছাড়া, ভারতের সইফ তাম্বোলি, সত্যজিত মন্ডল ও যোগেশ্বর সিংয়ের জুটি পুরুষদের টিম ইভেন্টে প্রবেশ করতে পারেনি। কমনওয়েলথ গেমসের পুরুষ ও মহিলাদের অল অ্যারাউন্ড ফাইনাল আজ, রবিবার (৩১ জুলাই), অনুষ্ঠিত হবে। ভল্ট ফাইনাল হবে সোমবার (১ আগস্ট)। ওইদিন-ই দেখা যাবে প্রণতি-কে। আপাতত ওই দিনের জন্য-ই প্রার্থনা করছেন আপামর ভারতবাসী। আশায় বুক বেঁধে আছে পিংলা তথা পশ্চিম মেদিনীপুর-ও!

thebengalpost.net
ফের কি পদক আসবে? প্রার্থনায় দেশবাসী:

অন্যদিকে, শনিবার মধ্যরাতে কমনওয়েলথ গেমসে মহিলাদের ৫৫ কেজি ইভেন্টে ভারোত্তোলক বিন্দিয়া রানি দেবী (বা, বিন্দ্যারানি দেবী) রূপো পদক জিতেছেন। তিনি তাঁর ইভেন্টে ভারোত্তোলনে মোট ২০২ কেজি ওজন ওঠান। তাঁর সেরা প্রচেষ্টা ছিল ৮৬ কেজি এবং তিনি ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি ভার উত্তোলন করেন। বিন্দিয়া রানি দেবী’র জয়ের ফলে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতের চতুর্থ পদক চলে এল। ঘটনাচক্রে চারটি পদকই ভারোত্তোলন থেকে এসেছে। দ্বিতীয় দিনে সোনা জিতেছেন ভারোত্তোলক মীরাবাঈ চানু। গত বারও গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন চানু। মাঝে রয়েছে টোকিও অলিম্পিকে রুপো। দ্বিতীয় দিনে (শনিবার) ভারত চারটি পদক জেতে। চারটিই ভারোত্তোলনে। দিনের প্রথম পদক আসে সংকেত সারগরের সৌজন্যে। এরপর গুরুরাজ পূজারী ব্রোঞ্জ পান। ভারতীয় সময় রাত ৯টা নাগাদ সোনালী মুহূর্ত মীরাবাঈ চানু’র সৌজন্যে। ভারতীয় সময় ভোর রাতে আরও একটি রুপোর পদকে দিন শেষ করে ভারত। মেয়েদের ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন বিন্দিয়া রানি দেবী। আজ, তৃতীয় দিনেও পদকের আশায় আছেন ভারতবাসী!

thebengalpost.net
সোনার মেয়ে মীরাবাঈ চানু:

thebengalpost.net
বিজ্ঞাপন: