দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: দিল্লিতে আয়োজিত যোগা ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় জয়জয়কার পশ্চিম মেদিনীপুরের। জেলা থেকে যাওয়া ৯ জন প্রতিযোগীই নিয়ে এলো পদক। জানা গিয়েছে, দিল্লির গাজীয়াবাদে গত ১৬ ডিসেম্বর UYSF (Universal Yoga Sports Federation) আয়োজিত এই যোগা ওয়ার্ল্ড কাপের উদ্বোধন হয়। সেই প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুরের ৯ জন প্রতিযোগীই নিজেদের অসাধারণ প্রতিভা ও দক্ষতার পরিচয় দিয়ে পদক জিতে নেয়। ২-টি স্বর্ণপদক, ৬-টি রৌপ্যপদক এবং ১-টি ব্রোঞ্জ পদক সহ মোট ৯টি পদক জিতল পশ্চিম মেদিনীপুর অম্বর বটব্যাল, মুসকান খাতুন, সৃজিতা দত্ত-রা।

thebengalpost.net
পশ্চিম মেদিনীপুরের চ্যাম্পিয়নরা :

প্রতিযোগিতা শেষে বুধবার (২০ ডিসেম্বর) রাত্রি দশটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের ‘পদক-জয়ী’-রা পৌঁছয় মেদিনীপুর স্টেশনে। স্টেশনে পৌঁছনো মাত্রই তাদের বরণ করে নেওয়া হয় সংস্থার পশ্চিম মেদিনীপুর জেলা বিভাগের পক্ষ থেকে। UYSF এর জেলা শাখার সভাপতি অনিতা মল্লিক বলেন, “ওরা পশ্চিম মেদিনীপুরকে গর্বিত করেছে। আমাদের যে ৯ জন প্রতিযোগী গিয়েছিল, তারা সকলেই পদক জিতেছে। ওদের আরও সাফল্য কামনা করি।”