দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৬ জুলাই: মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা (DSA, Midnapore) পরিচালিত ‘জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ’ (District Club Football Championship)-এ চ্যাম্পিয়ন হল মেদিনীপুর কলেজ গ্রাউন্ড ফুটবল অ্যাকাডেমি। মঙ্গলবার (১৬ জুলাই) মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পুলিশ অ্যাথলেটিক ক্লাব-কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হল তারা। উল্লেখ্য যে, গত ৮ জুলাই থেকে অবিভক্ত মেদিনীপুরের চারটি মহকুমা (ঘাটাল, মেদিনীপুর, খড়্গপুর ও ঝাড়গ্রাম)-র ৮টি ক্লাবকে নিয়ে শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের সূচনা হয়। মঙ্গলবার (১৬ জুলাই) টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হল।

thebengalpost.net
চ্যাম্পিয়ন:

এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিধায়ক তথা MKDA চেয়ারম্যান দীনেন রায়, সিএবি-র জেলা প্রতিনিধি সুজয় হাজরা, ডিএসএ (District Sports Association, Midnapore)-র সম্পাদক সঞ্জিত তোরই সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য ও প্রাক্তন ফুটবলাররা। অপরদিকে, মঙ্গলবারই (১৬ জুলাই) মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা (SDSA, Midnapore)-র যুগ্ম সম্পাদক সঞ্জিত তোরই ও সন্দীপ সিংহ ঘোষণা করেন, “প্রতি বছরের মতো এবারও মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে মহকুমাস্তরীয় (প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ লীগ কাম নকআউট) ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেই উপলক্ষে আগামী ১৯ জুলাই (শুক্রবার) অংশগ্রহণকারী ক্লাব ও অংশগ্রহণ করতে ইচ্ছুক ক্লাবের কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি সভা আয়োজিত হল মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে।”

thebengalpost.net
তুলে দেওয়া হল পুরস্কার: