দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৬ জুলাই: মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা (DSA, Midnapore) পরিচালিত ‘জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ’ (District Club Football Championship)-এ চ্যাম্পিয়ন হল মেদিনীপুর কলেজ গ্রাউন্ড ফুটবল অ্যাকাডেমি। মঙ্গলবার (১৬ জুলাই) মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পুলিশ অ্যাথলেটিক ক্লাব-কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হল তারা। উল্লেখ্য যে, গত ৮ জুলাই থেকে অবিভক্ত মেদিনীপুরের চারটি মহকুমা (ঘাটাল, মেদিনীপুর, খড়্গপুর ও ঝাড়গ্রাম)-র ৮টি ক্লাবকে নিয়ে শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের সূচনা হয়। মঙ্গলবার (১৬ জুলাই) টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হল।
এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিধায়ক তথা MKDA চেয়ারম্যান দীনেন রায়, সিএবি-র জেলা প্রতিনিধি সুজয় হাজরা, ডিএসএ (District Sports Association, Midnapore)-র সম্পাদক সঞ্জিত তোরই সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য ও প্রাক্তন ফুটবলাররা। অপরদিকে, মঙ্গলবারই (১৬ জুলাই) মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা (SDSA, Midnapore)-র যুগ্ম সম্পাদক সঞ্জিত তোরই ও সন্দীপ সিংহ ঘোষণা করেন, “প্রতি বছরের মতো এবারও মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে মহকুমাস্তরীয় (প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ লীগ কাম নকআউট) ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেই উপলক্ষে আগামী ১৯ জুলাই (শুক্রবার) অংশগ্রহণকারী ক্লাব ও অংশগ্রহণ করতে ইচ্ছুক ক্লাবের কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি সভা আয়োজিত হল মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে।”