দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: অনূর্ধ্ব ১৯ বাংলা ক্রিকেট দলে সুযোগ পেলেন মেদিনীপুর শহরের বাসিন্দা সাগেন মুর্মু। আসন্ন ভিনু মানকড় ট্রফিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন ‘অলরাউন্ডার’ সাগেন। আগামী ৭ অক্টোবর থেকে দেরাদুনে হবে এই প্রতিযোগিতা। সেখানেই খেলবেন ‘মেদিনীপুরের গর্ব’ সাগেন মুর্মু। ১৮ বছর বয়সী সাগেন এখন মেদিনীপুর কলেজের ছাত্র। বাড়ি শহরের তাঁতিগেড়িয়াতে। তাঁর প্রশিক্ষক সুশীল শিকরিয়া জানিয়েছেন, লড়াই করে উঠে এসেছে সাগেন। দুর্দান্ত বল করার সাথে সাথে ব্যাটিং-ও ভালো করে সাগেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মেদিনীপুর জেলা ও মহকুমা ক্রীড়া সংস্থার সদস্যরাও।

thebengalpost.net
সাগেন মুর্মু:

প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর কলেজিয়েট স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ই জেলা তথা রাজ্যের বিশিষ্ট প্রশিক্ষক সুশীল শিকারিয়ার অধীন পি.কে. সান্যাল মেমোরিয়াল কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন সাগেন। এরপর, অনূর্ধ্ব ১৪ এবং অনূর্ধ্ব ১৬ রাজ্য বিদ্যালয় ক্রিকেট দলের হয়ে যথাক্রমে মুম্বাই ও হরিয়ানায় খেলেছেন সাগেন। ডানহাতি পেসার এবং ডানহাতি ব্যাটসম্যান হিসেবে সাগেন সেখানে নজর কাড়েন। এরপর, ২০২২ সালের জুলাই মাসে ইডেন গার্ডেনে অনূর্ধ্ব ১৯ দল বাছাইয়ের শিবির অনুষ্ঠিত হয়। প্রথমে ৩৪ জন ও পরে ২০ জনের দল হয়। কয়েকদিন প্রশিক্ষণ নেওয়ার পর, বাংলার এই ২০ জনের দল সম্প্রতি গুজরাত ক্রিকেট এসোসিয়েশনের সঙ্গে আমেদাবাদে কয়েকটি ম্যাচ খেলে। একটি ম্যাচে ৫ উইকেট নিয়ে নজর কাড়েন মেদিনীপুরের সাগেন মুর্মু। এরপরই, ১৭ জনের চূড়ান্ত দলে সুযোগ পান সাগেন। সাগেন জানিয়েছেন, এই ট্রফিতে ভালো পারফরমেন্স করে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে সুযোগ পাওয়াই তাঁর লক্ষ্য!

thebengalpost.net
মেদিনীপুর কলেজের ছাত্র সাগেন মুর্মু: