Sports

Midnapore: মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে DM একাদশকে ৭ উইকেটে হারাল MEDIA একাদশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জানুয়ারি:’প্রজাতন্ত্র দিবস’ (Republic Day)-কে স্মরণে রেখে আয়োজিত ম্যাচ। এবারও জয়ের ধারা অব্যাহত রাখল পশ্চিম মেদিনীপুর জেলার সাংবাদিকরা! বৃহস্পতিবার, দেশের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জেলা শহর মেদিনীপুরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে জেলাশাসক একাদশ (DM XI)-কে ৭ উইকেটে পরাজিত করলো সাংবাদিক একাদশ (MEDIA XI)। ফলে, ২০২২-এর পর ২০২৩ এও এই বিশেষ দিনে (২৬ জানুয়ারি) আয়োজিত ক্রিকেট ম্যাচে জয়লাভ করল জেলার সাংবাদিকরা। ২০২১ এ অবশ্য জয়লাভ করেছিল ডিএম একাদশ।

জয়ী সাংবাদিক একাদশ, জেলাশাসক আয়েশা রানী এ’র সঙ্গে:

এদিন, সকাল ১১টা নাগাদ শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়। ১২ (১২-১২) ওভারের ম্যাচে টসে জিতে ব্যাট নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ডিএম একাদশ। নির্ধারিত ১২ ওভারে ডিএম একাদশ ৯৬ রান করে ৭ উইকেট হারিয়ে। সাংবাদিকদের হয়ে সঞ্জয় দাস ৪ উইকেট নেন। ডিএম একাদশের হয়ে সকল ব্যাটাররাই কমবেশি অবদান রাখেন। এরপর, রান তাড়া করতে নেমে অনায়াসেই জয়ের লক্ষ্যে পৌঁছে যান সাংবাদিকরা। মাত্র ৩ উইকেট হারিয়ে ১০ ওভার ৩ বলে নির্ধারিত ৯৭ রান করেন মিডিয়া একাদশের ব্যাটাররা। ৩ নং স্থানে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ৫১ রান করেন সঞ্জয় দাস। দুই ওপেনার যথাক্রমে শশাঙ্ক প্রধান ও চয়ন মহাপাত্র ২০ ও ১২ রান করে আউট হন। মণিরাজ ঘোষ ও চম্পক দত্ত যথাক্রমে ৬ ও ৪ রানে অপরাজিত থাকেন। ভালো বল করেন ডিএম একাদশের রজনীশ যাদব (বিডিও- দাঁতন ২)।

ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স করে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হন সাংবাদিক একাদশের (মিডিয়া ইলেভেন) সঞ্জয় দাস। সাংবাদিকদের প্রত্যেকেই দুর্দান্ত ফিল্ডিং করে এদিন প্রথম থেকেই ডিএম একাদশকে চাপে রেখেছিলেন। বেশ কয়েকটি ভালো ক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়! তবে, ডিএম একাদশের প্লেয়ার তথা আমলা-আধিকারিকরাও ব্যাট-বল-ফিল্ডিংয়ে দুর্দান্ত ক্রিকেট উপহার দেন এদিন। সবমিলিয়ে শেষ শীতের মিষ্টি দুপুরে দুর্দান্ত একটি উপভোগ্য ম্যাচ অনুষ্ঠিত হয় শহরের অরবিন্দ স্টেডিয়ামে। দুই দলের ক্রিকেটারদের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন স্বয়ং জেলাশাসক (District Magistrate) আয়েশা রানী এ। ছিলেন অতিরিক্ত জেলাশাসক বৃন্দ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিডিও’রা। তাঁদের মধ্য থেকেই অতিরিক্ত জেলাশাসক শৌভিক ব্যানার্জি সহ ১১ জন (দলে ছিলেন ১৫ জন) মাঠে নামেন। বিডিও’দের মধ্যে সন্দীপ মিশ্র, রজনীশ যাদব, ওয়াসিম রেজা প্রমুখ ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেন। সাংবাদিক একাদশের অধিনায়ক বরুন দে (সাংবাদিক, আনন্দবাজার পত্রিকা) বলেন, “দু’দলই অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছে। প্রীতি ম্যাচের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকলেও, বরাবরই এই বিশেষ দিনে (২৬ জানুয়ারি) পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের উদ্যোগে আয়োজিত এই ম্যাচ বেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি!”

জয়ের উচ্ছ্বাস :

ম্যাচের সেরা সঞ্জয় দাস:

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

21 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

23 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago