দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ মে: এই প্রথমবার CAB পরিচালিত অনূর্ধ্ব ১৫ ‘দাত্তু ফাড়কর ট্রফি টুর্নামেন্ট’ (Dattu Phadkar Trophy Tournament 2023-’24)-র ফাইনাল ম্যাচ আয়োজনের সুযোগ পায় মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা। বুধবার (২৯ মে) ৪৫ ওভারের এই ফাইনাল ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে। যেখানে মুখোমুখি হয় দক্ষিণ চব্বিশ পরগনার কামরাবাদ উচ্চ বিদ্যালয় এবং হুগলির দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল। চ্যাম্পিয়ন হয় কামরাবাদ উচ্চ বিদ্যালয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে ৩৩৭ রান করে কামরাবাদ উচ্চ বিদ্যালয়। সর্বোচ্চ ১৭৫ (১১৪ বলে) রান করেন অর্ণব দাস। জবাবে ৪২ ওভারে ৩১৪ রানে অল-আউট হয়ে যায় দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল। অর্ণবকেই ম্যাচের সেরা (ম্যান অফ দ্য ম্যাচ) খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়।
প্রসঙ্গত, রাজ্যের ২০টি স্কুলকে নিয়ে এই নক আউট ক্রিকেট টুর্নামেন্ট-টি আয়োজিত হয়। মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়াম এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্টেডিয়ামে সেমিফাইনাল পর্যন্ত ম্যাচগুলি অনুষ্ঠিত হয়। কোয়ার্টার ফাইনালেই পরাজিত হয় পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজিয়েট স্কুল। CAB পরিচালিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবারই প্রথম অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে। যেখানে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ চব্বিশ পরগনার কামরাবাদ উচ্চ বিদ্যালয়। বুধবার বিকেলে পুরস্কার চ্যাম্পিয়ন ও রানার্স টিমের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সিএবি (Cricket Association of Bengal) এবং মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা (District Sports Association, Midnapore)-র তরফে। উপস্থিত ছিলেন CAB প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, CAB-র পশ্চিম মেদিনীপুর জেলা প্রতিনিধি সুজয় হাজরা, মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জিত তোরই, সদস্য দীনেন রায়, শম্ভুনাথ চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ পানিগ্রাহী, ড. সুব্রত পান প্রমুখ।
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকে ওভারব্রিজ বা উড়ালপুলের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: উপনির্বাচনে 'বিজয়ী' বাংলার নবনির্বাচিত ৬ জন বিধায়ক…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২ ডিসেম্বর: আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ইতিহাসে এর আগে বছরে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২১ ডিসেম্বর: "দিলীপ দা আপনি যে সদস্যতা অভিযান কর্মসূচি করছেন,…
মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২ ডিসেম্বর: বাংলার বিভিন্ন প্রান্তেই দেখা যায় এই ভেষজ উদ্ভিদ তথা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ ডিসেম্বর: প্রায় ৬ বছর পর জাঁকজমক সহকারে নবীন…