Sports

Cricket: প্রীতি ম্যাচে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক একাদশকে ৪ উইকেটে হারাল সাংবাদিক একাদশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস (৭৩ তম) উপলক্ষ্যে, বুধবার জেলা শহর মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হল, জেলাশাসক একাদশ বনাম সাংবাদিক একাদশের প্রীতি ক্রিকেট ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জেলাশাসক একাদশের অধিনায়ক তথা অতিরিক্ত জেলাশাসক (সাধারণ ) সুদীপ সরকার। ৪ উইকেট হারিয়ে তাঁরা ১১০ রান করেন। তার জবাবে ব্যাট করতে নেমে সাত বল বাকি থাকতেই, মাত্র ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যমাত্রা পূরণ করে সাংবাদিক একাদশ। এদিন, দুই পক্ষের খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে হাজির ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রশ্মি কোমল, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, সিএবি’র ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান সঞ্জীত তোরই, জেলা আম্পায়ার ও রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ পানিগ্রাহী প্রমুখ।

জয়ী সাংবাদিক একাদশ :

উল্লেখ্য যে, জেলাশাসক একাদশের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন গড়বেতা ১ নং ব্লকের বিডিও ওয়াসিম রেজা। সাংবাদিকদের মধ্যে, শশাঙ্ক প্রধান, সঞ্জয় দাস, বরুণ দে, সুনীল দাস প্রমুখরা ভালো বল করেন। উইকেটের পেছনে মণিরাজ ঘোষ দু’টি দুর্দান্ত ক্যাচ নেন। জবাবে সাংবাদিকরা সহজেই এই রান তাড়া করে ম্যাচ জিতে নেন। সর্বোচ্চ ৪৩ রান করেন শশাঙ্ক প্রধান। দুই ওপেনার সঞ্জয় ও মণিরাজ যথাক্রমে ২৫ ও ১৬ রান করেন। জেলাশাসক ড. রশ্মি কমল দুই দলের হাতে পুরস্কার তুলে দেন। সাংবাদিক একাদশের অধিনায়ক সুজয় খাঁড়া বলেন, “কেউ জিতেনি, কেউ হারেনি, জিতেছে ক্রিকেট!”

জেলাশাসক ডঃ রশ্মি কমলের সঙ্গে সাংবাদিকরা :

News Desk

Recent Posts

Midnapore: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে, ফেরার পথে জাতীয় সড়কে মর্মা*ন্তিক দুর্ঘ*টনা! বাড়ি ফেরা হল না মেদিনীপুর শহরের দুই যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…

5 hours ago

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

1 day ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

1 day ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

4 days ago