দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ মার্চ: BCCI-র উদ্যোগে এবার জেলা শহর মেদিনীপুরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে হয়েছে ‘টাটা আইপিএল ফ্যান পার্ক ২০২৪’ (TATA IPL Fan Park 2024)। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে CAB (Cricket Association of Bengal) এবং মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা (District Sports Association, Midnapore)। আগামীকাল অর্থাৎ ২৩ মার্চ এবং ২৪ মার্চ (রবিবার)-র যথাক্রমে ৪টি ম্যাচ সরাসরি বা লাইভ সম্প্রচার (Live Telecast) করা হবে অরবিন্দ স্টেডিয়ামের আইপিএল ফ্যান পার্কে। ক্রিকেট স্টেডিয়ামে বসে সরাসরি খেলা দেখার যে আনন্দ, শহরবাসী তথা জেলাবাসীকে ঠিক তেমনই উপলব্ধি এনে দিতে BCCI-র এই বিশাল আয়োজন। সম্পূর্ণ বিনামূল্যে আইপিএল ফ্যান পার্কে প্রবেশ করতে পারবেন ক্রিকেট অনুরাগীরা।

thebengalpost.net
অরবিন্দ স্টেডিয়ামের আইপিএল ফ্যান পার্ক:

thebengalpost.net
স্টেডিয়ামের সবুজ ঘাসের আদলে সবুজ গালিচা:

শুক্রবার (২২ মার্চ) বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে BCCI-র আইপিএল কমিটির ম্যানেজার সত্যপাল নিকাডে জানান, বেলা দেড়টা থেকেই সর্বসাধারণের প্রবেশের জন্য স্টেডিয়াম খুলে দেওয়া হবে। সবুজ গালিচা পাতা স্টেডিয়ামে একসাথে বসে কয়েক হাজার দর্শক খেলা দেখতে পারবেন। থাকছে নানা ধরনের পানীয় ও ফুড স্টল। এছাড়াও, নানা ধরনের মজার মজার খেলার মাধ্যমে জার্সি জিতে নেওয়ার সুযোগও থাকছে। প্রবেশের সময় সকল দর্শককের হাতে ম্যাচের যেকোনও একটি টিমের পতাকা এবং একটি রিস্ট ব্যান্ড দেওয়া হবে। এদিনের সাংবাদিক বৈঠকে সত্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন, মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জিত তোরই, সদস্য উদয় রঞ্জন পাল প্রমুখ। উল্লেখ্য, আগামীকাল অর্থাৎ শনিবার প্রথম ম্যাচে বেলা আড়াইটা নাগাদ (ম্যাচ শুরু হবে সাড়ে ৩টা নাগাদ) মুখোমুখি হবে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। সন্ধ্যা সাড়ে ৭-টায় মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ।