দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ: ১৭ বছর পর প্রাথমিকের রাজ্য ক্রীড়া আয়োজনের সুযোগ পেয়েছিল পশ্চিম মেদিনীপুর। শুক্রবার শালবনীর নেতাজী সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে দু’দিন ব্যাপী এই রাজ্য ক্রীড়ার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সর্বাঙ্গসুন্দর আয়োজনের জন্য তিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে। শনিবার সন্ধ্যায় এই প্রতিযোগিতা তথা ক্রীড়া উৎসবের শুভ সমাপ্তি ঘোষনা করেন পর্ষদের সভাপতি গৌতম পাল। ২৪টি জেলার (কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ ২৫) প্রায় ৮৫০ জন শিশু শিক্ষার্থীদের (প্রাথমিক বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসার) নিয়ে অনুষ্ঠিত এই ৪০তম রাজ্য ক্রীড়াতে ৬৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে হুগলি জেলা।
সর্বমোট ৩৪টি ইভেন্টের মধ্যে ১৫টি ইভেন্টেই পদক জিতে নিয়েছে হুগলির কচিকাঁচারা। ৬টি ইভেন্টে প্রথম, ৫টি ইভেন্টে দ্বিতীয় এবং ৪টি ইভেন্টে তৃতীয় স্থান দখল করেছে হুগলির ছাত্রছাত্রীরা। হুগলি ছাড়াও এই প্রতিযোগিতায় ভালো ফল করেছে দুই ২৪ পরগনা (উত্তর ও দক্ষিণ) এবং পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের ছেলেমেয়েরা মার্চ পাস্ট এবং যোগাতে প্রথম স্থান অধিকার করেছে। সর্বোপরি আয়োজক হিসেবেও শিরোমণি, বিদ্যাসাগর আর ক্ষুদিরামের জেলা প্রশংসা কুড়িয়েছে এবার।
শনিবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন হুগলি জেলার হাতে শিল্ড এবং ট্রফি তুলে দেওয়া হয়। পর্ষদের সভাপতি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন শালবনীর বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, বিডিও রোমান মন্ডল প্রমুখ। চ্যাম্পিয়ন জেলাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। পর্ষদের সভপতি গৌতম পাল জানিয়েছেন, “সফলভাবে শেষ হল প্রাথমিকের ৪০তম রাজ্য বার্ষিক ক্রীড়া উৎসব। এই দু’দিন উৎসবের মেজাজে আমরা সকলে মিলে সর্বাঙ্গীন সুন্দরভাবে সুবিশাল এই আয়োজন সামলেছি। আয়োজক জেলা পশ্চিম মেদিনীপুরকে ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশে, সবকিছু নিখুঁতভাবে আয়োজনের জন্য।” পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে সোমবার (৩ মার্চ) পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করেছেন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: নারী দিবসের তিন দিন পরই নতুন বাবা-মা'র…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: রূপসার বয়স তখন মাত্র দু'বছর। মিষ্টি মেয়েটির…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৮ মার্চ: একদিকে যখন বামেদের ছাত্র ধর্মঘটে SFI-DSO'র মহিলা কর্মীদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: মেদিনীপুর পৌরসভার তৎপরতায় চলতি সপ্তাহেই শরৎপল্লী পৌর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মার্চ: নবম জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় (9th National…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ মার্চ: পুরী থেকে পাণ্ডবেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সুবিশাল…